করোনা আপডেট : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার,২৪ ঘণ্টায় এক হাজার পজিটিভ | বঙ্গ প্রতিদিন
Wednesday, April 22, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- এক রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ১৫ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৯৯। ২২ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৮৪। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ৬৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক রাতে মৃত্যু বেড়েছে ৩৭। অবশ্য এর মধ্যে ৩৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ ১৫৪৭৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫২১৮। তারপরেই রয়েছে গুজরাত। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৭৮। দিল্লিতে ২১৫৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ২৫১ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৭৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৫২১৮ | ২৫১ | ৭২২ |
কেরল | ৪২৭ | ৩ | ৩০৭ |
কর্নাটক | ৪১৮ | ১৭ | ১২৯ |
তেলেঙ্গানা | ৯২৮ | ২৩ | ১৯৪ |
গুজরাত | ২১৭৮ | ৯০ | ১৩৯ |
রাজস্থান | ১৬৫৯ | ২৫ | ২৩০ |
উত্তরপ্রদেশ | ১২৯৪ | ২০ | ১৪০ |
দিল্লি | ২১৫৬ | ৪৭ | ৬১১ |
পঞ্জাব | ২৪৫ | ১৬ | ৩৯ |
হরিয়ানা | ২৫৪ | ৩ | ১২৭ |
তামিলনাড়ু | ১৫৯৬ | ১৮ | ৬৩৫ |
মধ্যপ্রদেশ | ১৫৫২ | ৭৬ | ১৪৮ |
অন্ধ্রপ্রদেশ | ৭৫৭ | ২২ | ৯৬ |
পশ্চিমবঙ্গ | ৪২৩ | ১৫ | ৭৩ |
বিহার | ১২৬ | ২ | ৪২ |
ছত্তীসগড় | ৩৬ | ০ | ২৬ |
উত্তরাখণ্ড | ৪৬ | ০ | ১৯ |
হিমাচল প্রদেশ | ৩৯ | ১ | ১৬ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ৭৯ | ১ | ২৪ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪৫ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৮ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৩৮০ | ৫ | ৮১ |
চণ্ডীগড় | ২৭ | ০ | ১৪ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৬ | ০ | ১১ |
0 Response to "করোনা আপডেট : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার,২৪ ঘণ্টায় এক হাজার পজিটিভ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment