-->
করোনা আপডেট : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার,২৪ ঘণ্টায় এক হাজার পজিটিভ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার,২৪ ঘণ্টায় এক হাজার পজিটিভ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- এক রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০ বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ১৫ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৯৯। ২২ এপ্রিল, বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৮৪। ইতিমধ্যেই কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে ৬৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক রাতে মৃত্যু বেড়েছে ৩৭। অবশ্য এর মধ্যে ৩৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ ১৫৪৭৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পরিসংখ্যানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
এই বুলেটিন অনুযায়ী দেশে আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫২১৮। তারপরেই রয়েছে গুজরাত। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১৭৮। দিল্লিতে ২১৫৬ জন কোভিড ১৯ পজিটিভ রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।মৃতের সংখ্যাও সবথেকে বেশি মহারাষ্ট্রেই। এই রাজ্যে ২৫১ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে করোনা আক্রান্ত হয়ে ৯০ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের মারা গিয়েছে ৭৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৫২১৮২৫১৭২২
কেরল৪২৭৩০৭
কর্নাটক৪১৮১৭১২৯
তেলেঙ্গানা৯২৮২৩১৯৪
গুজরাত২১৭৮৯০১৩৯
রাজস্থান১৬৫৯২৫২৩০
উত্তরপ্রদেশ১২৯৪২০১৪০
দিল্লি২১৫৬৪৭৬১১
পঞ্জাব২৪৫১৬৩৯
হরিয়ানা২৫৪১২৭
তামিলনাড়ু১৫৯৬১৮৬৩৫
মধ্যপ্রদেশ১৫৫২৭৬১৪৮
অন্ধ্রপ্রদেশ৭৫৭২২৯৬
পশ্চিমবঙ্গ৪২৩১৫৭৩
বিহার১২৬৪২
ছত্তীসগড়৩৬২৬
উত্তরাখণ্ড৪৬১৯
হিমাচল প্রদেশ৩৯১৬
গোয়া
ওড়িশা৭৯২৪
পুদুচেরি
মণিপুর
মিজোরাম
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪৫ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৮১৪
জম্মু-কাশ্মীর৩৮০৮১
চণ্ডীগড়২৭১৪
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৬১১

0 Response to "করোনা আপডেট : ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা প্রায় ২০ হাজার,২৪ ঘণ্টায় এক হাজার পজিটিভ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads