কৃষি আধিকারিকের থেকে লকডাউন পাস দেখতে চাওয়ায় ওঠবোস করানো হল হোমগার্ডকে | বঙ্গ প্রতিদিন
Tuesday, April 21, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ২০ সেকেন্ডের এক ভিডিও। সেই ভিডিওয় দেখা যাচ্ছে এক কৃষি আধিকারিকের কাছে লকডাউন পাস চাওয়ায় ‘শাস্তি' পেতে হল এক হোম গার্ডকে। বিহারের আরারিয়া জেলায় ঘটেছে এই ঘটনা। ওই ক্লিপ দেখা যাচ্ছে, মনোজ কুমার নামের ওই আধিকারিকের সামনে ওঠবোস করতে হচ্ছে হোম গার্ডকে। শোনা যাচ্ছে, হোম গার্ডের সিনিয় তাঁকে বকাবকি করতে করতে বলছেন, ‘‘তোমার সাহস হয় কী করে ওকে থামানোর? উনি একজন সিনিয়র কৃষি আধিকারিক।'' গার্ডটির পিছনে তাঁর সতীর্থকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
হোম গার্ডটির পরনে ছিল কালো মুখোশ। কিন্তু কৃষি আধিকারিক বা কারও মুখেই মাস্ক ছিল না। কোভিড-১৯ সংক্রমণ এড়াতে সকলেরই মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে সরকার। এই পরিস্থিতিতেও কারও মুখে কোনও রকম মাস্কের দেখা মেলেনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরে এবার শুরু হয়েছে তদন্ত। সোশ্যাল মিডিয়ায় এমন ঘটনায় গর্জে উঠেছেন নেটিজেনরা। একজন আধিকারিকের এমন নৃশংস ব্যবহারের প্রতিবাদ করেছেএন অনেকেই।
Visuals are from my home dist Araria Bihar,a constable has been treated very badly bcz he stopped senior officer for corona regarding checking
70 people are talking about this
আরও একটি ছবি সামনে এসেছে, যেখানে ওই হোম গার্ডকে নতজানু হয়ে হাতজোড় করে আধিকারিকের কাছে ক্ষমা প্রার্থনা করতে দেখা যাচ্ছে।
নিয়ম মেনে একজনের কাছে পাস দেখতে চাওয়ায় কী করে একজন আধিকারিক এমন কাজ করতে পারেন, তার প্রতিবাদে মুখর হয়েছেন অনেকেই।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে। মৃত ৫৯০। গত ২৫ মার্চ থেকে দেশব্যাপী সম্পূর্ণ লকডাউন চলছে। পরে ১৪ এপ্রিল সেই লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত করা হয়েছে।
0 Response to "কৃষি আধিকারিকের থেকে লকডাউন পাস দেখতে চাওয়ায় ওঠবোস করানো হল হোমগার্ডকে | বঙ্গ প্রতিদিন"
Post a Comment