ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮ হাজার,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৪৫ | বঙ্গ প্রতিদিন
Tuesday, April 21, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮ হাজার। ৬০০-র দোরগোড়ায় মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, একরাতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। একরাতে সংক্রমণে মৃত্যু হয়েছে ৩১ জনের। পাশাপাশি সুস্থও হয়েছেন ৪১০ জন।
এখনও পর্যন্ত করোনার প্রভাব মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি। মারাঠা প্রদেশে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪৬৬৬। মৃত্যু হয়েছে ২৩২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৫৭২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৪৬৬৬ | ২৩২ | ৫৭২ |
কেরল | ৪০৮ | ৩ | ৩৯১ |
কর্নাটক | ৪০৮ | ১৬ | ১১২ |
তেলেঙ্গানা | ৮৭৩ | ২৩ | ১৯০ |
গুজরাত | ১৯৩৯ | ৭১ | ১৩১ |
রাজস্থান | ১৫৭৬ | ১৫ | ২০৫ |
উত্তরপ্রদেশ | ১১৮৪ | ১৮ | ১৪০ |
দিল্লি | ২০৮১ | ৪৭ | ৪৩১ |
পঞ্জাব | ২৪৫ | ১৬ | ৩৮ |
হরিয়ানা | ২৫৪ | ৩ | ১২৭ |
তামিলনাড়ু | ১৫২০ | ১৭ | ৪৫৭ |
মধ্যপ্রদেশ | ১৪৮৫ | ৭৪ | ১২৭ |
অন্ধ্রপ্রদেশ | ৭২২ | ২০ | ৯২ |
পশ্চিমবঙ্গ | ৩৯২ | ১২ | ৭৩ |
বিহার | ১১৩ | ২ | ৪২ |
ছত্তীসগড় | ৩৬ | ০ | ২৫ |
উত্তরাখণ্ড | ৪৬ | ০ | ১৮ |
হিমাচল প্রদেশ | ৩৯ | ১ | ১৬ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ৭৪ | ১ | ২৪ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৪৬ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে ১ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৮ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৩৬৮ | ৫ | ৭১ |
চণ্ডীগড় | ২৬ | ০ | ১৩ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৫ | ০ | ১১ |
0 Response to "ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১৮ হাজার,২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৪৫ | বঙ্গ প্রতিদিন "
Post a Comment