বেশি করোনা আক্রান্ত হাওড়ায়, পরিসংখ্যান দিয়ে জানালেন মুখ্য সচিব | বঙ্গ প্রতিদিন
Saturday, April 18, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- শুক্রবার জেলাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে হাওড়ায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন আগ্রাসী হয়ে সেখানে সামাজিক মেলামেশা বন্ধ করতে হবে। না হলে হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না।
শনিবার এ ব্যাপারে পরিসংখ্যান দিয়ে আরও বিশদে জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। মুখ্যসচিব জানিয়েছেন, “এখনও পর্যন্ত হাওড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ জন। মোট ৫৮০ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে”।
মুখ্য সচিবের দেওয়া এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে রাজ্যের মোট করোনা আক্রান্তের মধ্যে ২০ শতাংশের বেশি হাওড়ার বাসিন্দা। প্রসঙ্গত, বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা কত তা রাজ্য সরকার প্রতিদিনের বুলেটিনে স্পষ্ট করে বলে না। নবান্নের তরফে শুধু জানানো হয়, সেই মুহূর্তে কত জনের শরীরে করোনাভাইরাস অ্যাকটিভ রয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রক মোট আক্রান্তের সংখ্যা প্রতিদিন জানায়। শনিবার যেমন স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এদিন সকাল ৯ টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ২৮৭।
মুখ্য সচিবের কথা এও পরিষ্কার, হাওড়ায় আক্রান্তের সংখ্যা বেশি বলেই সেখানে নমুনা পরীক্ষার সংখ্যাও বেশি। হাওড়াকে যেহেতু রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও আইসিএমআর-এর পরামর্শ মতো সেখানে আগামী কয়েকদিনে টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও মনে করা হচ্ছে। তা ছাড়া স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ অনুযায়ী হাওড়ার কনটেইনমেন্ট জোনে বাড়ি বাড়ি সমীক্ষা হওয়ারও কথা।
মুখ্য সচিবের কথা এও পরিষ্কার, হাওড়ায় আক্রান্তের সংখ্যা বেশি বলেই সেখানে নমুনা পরীক্ষার সংখ্যাও বেশি। হাওড়াকে যেহেতু রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও আইসিএমআর-এর পরামর্শ মতো সেখানে আগামী কয়েকদিনে টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও মনে করা হচ্ছে। তা ছাড়া স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ অনুযায়ী হাওড়ার কনটেইনমেন্ট জোনে বাড়ি বাড়ি সমীক্ষা হওয়ারও কথা।
শুক্রবার নবান্নে ভিডিও কনফারেন্সের সময়েই মুখ্যমন্ত্রী হাওড়ার বেশ কয়েকটি এলাকার নাম জানিয়েছিলেন। ওই সব এলাকা স্পর্শকাতর। সেখানে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই লকডাউন ও সোশাল ডিস্টেন্সিংয়ের শর্ত সেখানে আরও কঠোর ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে ছিল মন্দিরতলা, বাঁকড়া, মালিপাঁচঘরার মতো এলাকা। তা ছাড়া ধূলাগড়ের কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। এ সব এলাকায় যেমন ঘনবসতি রয়েছে, তেমনই বস্তিও রয়েছে।
পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেই হাওড়ার মানুষকে সামাজিক দূরত্ব কঠোর ভাবে পালন করতে হবে.নিজেদের এবং পরিবারের স্বার্থে। মুখ্যমন্ত্রী গতকাল হাওড়া নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিলেন যে প্রশাসনকে নির্দেশ দেন বাজারগুলোয় ভিড় কমাতে সশস্ত্র পুলিশ নামাতে। শনিবার সালকিয়ার হরগঞ্জ বাজার, ৭ নম্বর ওয়ার্ডের সি রোড বাজারে সশস্ত্র পুলিশ নামতে দেখা গিয়েছে।
এদিন মুখ্যসচিব জানিয়েছেন, মাইক্রো প্ল্যানিং এরিয়াগুলি ওয়ার্ড বা বোরো এলাকা ধরে চিহ্নিত করা হয় না। নির্দিষ্ট রাস্তা বা লেন চিহ্নিত করা হয়। হাওড়ায় সেই কাজ হয়েছে এবং সেই এলাকার বাড়িগুলিতে অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেওয়ার কাজও শুরু হয়েছে।
অর্থাৎ অতি স্পর্শকাতর এলাকায় মানুষকে ঘরবন্দি রাখতে প্রশাসন ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রী বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছে। পর্যবেক্ষকদের মতে, এটা একটা সমান্তরাল প্রক্রিয়া। শুধু সরকারি বা প্রশাসনিক উদ্যোগেই সংক্রমণ রোখা যাবে না। একই সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষকেও সহযোগিতা করতে হবে।
0 Response to "বেশি করোনা আক্রান্ত হাওড়ায়, পরিসংখ্যান দিয়ে জানালেন মুখ্য সচিব | বঙ্গ প্রতিদিন"
Post a Comment