জেনে নিন ২০ এপ্রিল থেকে কোন কোন ক্ষেত্রে কাজ শুরু, দেখুন সেই কেন্দ্রীয় তালিকা | বঙ্গ প্রতিদিন
Saturday, April 18, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-২০ এপ্রিল থেকে যে যে ক্ষেত্রে ছাড় (Exemption from Lockdwon) দিতে চলেছে কেন্দ্র, তার একটা তালিকা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad) নিজের টুইটারে সেই তালিকা পোস্ট করেছেন। যদিও তিনি এটা স্পষ্ট করে দিয়েছেন, হটস্পট এলাকায় এই ছাড় প্রযোজ্য নয়। রীতিমতো নির্দেশিকা জারি করে শিল্প ও বানিজ্য ক্ষেত্রে কাজ চালু করতে সবুজ-সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে সংক্রমণ রোধে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
দেখে নিন কোন কোন পরিষেবা ২০ এপ্রিল থেকে চালু হবে:
- আয়ুষ-সহ সব স্বাস্থ্য পরিষেবা
- কৃষি ও বাগান পরিচর্যা
- সমুদ্র-সহ অন্য জলাশয়ে মৎস্য উৎপাদন ও প্রতিপালন
- সর্বাধিক ৫০% কর্মী নিয়ে রোপণ শিল্প। চা, কফি আর রাবার রোপণ
- পশু খামার ও প্রতিপালন
- আর্থিক ক্ষেত্র
- সামাজিক ক্ষেত্র
- মনরেগা শ্রমিকরা সামাজিক দুরত্ব মেনে, মুখে মাস্ক পরে কাজ করতে পারবেন
- জন-প্রয়োজন পরিষেবা। যেমন, বিদ্যুৎ, পানীয় জল, টেলি-যোগাযোগ, পোস্টাল
- আন্তঃ রাজ্য এবং আন্তঃ জেলা পণ্য ওঠানো-নামানো
- অনলাইন ক্লাসরুম/ ডিসট্যান্স ক্লাসরুম
- নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ
- বাণিজ্যিক আর বেসরকারি সংস্থার কাজে অনুমতি
- শিল্প ও শিল্প সংস্থা (সরকারি আর বেসরকারি)
- নির্মাণ কাজ
- জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে বেসরকারি গণপরিবহণ। চিকিৎসা ও পশু চিকিৎসা, জরুরি সামগ্রির জোগানে ব্যবহার করা যাবে এই পরিবহণ। কর্মক্ষেত্রে যেতে এই পরিবহণ ব্যবহারে অনুমতি মিলবে কিনা, তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য কিংবা কেন্দ্রশাসিত এলাকা
দেখে নিন সেই টুইট:
Here is a list of what will remain open all over India with effect from 20th April 2020.
This will NOT be applicable in the containment zones.
Let us all fight together against #Covid19#IndiaFightsCorona#StayHomeStaySafe
0 Response to "জেনে নিন ২০ এপ্রিল থেকে কোন কোন ক্ষেত্রে কাজ শুরু, দেখুন সেই কেন্দ্রীয় তালিকা | বঙ্গ প্রতিদিন"
Post a Comment