-->
ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৫,০০০, এখনও পর্যন্ত মৃত ৫০৭ | বঙ্গ প্রতিদিন

ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৫,০০০, এখনও পর্যন্ত মৃত ৫০৭ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মাত্র এক রাতেই ভারতে ৯২০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রবিবার, ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭১২। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২২৩১ জন। অর্থাৎ ভারতে করোনা অ্যাকটিভ ১২৯৭৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৬৫১ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৩। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ইতিমধ্যেই ২১১ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের।

 কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৩৬৫১২১১৩৬৫
কেরল৪০০২৫৭
কর্নাটক৩৮৪১৪১০৪
তেলেঙ্গানা৮০৯১৮১৮৬
গুজরাত১৩৭৬৫৩৯৩
রাজস্থান১৩৫১১১১৮৩
উত্তরপ্রদেশ৯৬৯১৪৮৬
দিল্লি১৮৯৩৪২৭২
পঞ্জাব২০২১৩২৭
হরিয়ানা২২৫৪৩
তামিলনাড়ু১৩৭২১৫৩৬৫
মধ্যপ্রদেশ১৪০৭৭০১২৭
অন্ধ্রপ্রদেশ৬০৩১৫৪২
পশ্চিমবঙ্গ৩১০১২৬২
বিহার৮৬৩৭
ছত্তীসগড়৩৬২৪
উত্তরাখণ্ড৪২
হিমাচল প্রদেশ৩৯১৬
গোয়া
ওড়িশা৬১২৪
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৩৪ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে ১ জন ও অসমে ১২ জন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৮১৪
জম্মু-কাশ্মীর৩৪১৫১
চণ্ডীগড়২৩১০
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১৪১১

0 Response to "ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৫,০০০, এখনও পর্যন্ত মৃত ৫০৭ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads