ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৫,০০০, এখনও পর্যন্ত মৃত ৫০৭ | বঙ্গ প্রতিদিন
Sunday, April 19, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- মাত্র এক রাতেই ভারতে ৯২০ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রবিবার, ১৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫৭১২। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২২৩১ জন। অর্থাৎ ভারতে করোনা অ্যাকটিভ ১২৯৭৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩৬৫১ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তারপরেই রয়েছে দিল্লি। রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৩। মৃত্যুর নিরিখেও শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ইতিমধ্যেই ২১১ জনের মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ৭০ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৩৬৫১ | ২১১ | ৩৬৫ |
কেরল | ৪০০ | ৩ | ২৫৭ |
কর্নাটক | ৩৮৪ | ১৪ | ১০৪ |
তেলেঙ্গানা | ৮০৯ | ১৮ | ১৮৬ |
গুজরাত | ১৩৭৬ | ৫৩ | ৯৩ |
রাজস্থান | ১৩৫১ | ১১ | ১৮৩ |
উত্তরপ্রদেশ | ৯৬৯ | ১৪ | ৮৬ |
দিল্লি | ১৮৯৩ | ৪২ | ৭২ |
পঞ্জাব | ২০২ | ১৩ | ২৭ |
হরিয়ানা | ২২৫ | ৩ | ৪৩ |
তামিলনাড়ু | ১৩৭২ | ১৫ | ৩৬৫ |
মধ্যপ্রদেশ | ১৪০৭ | ৭০ | ১২৭ |
অন্ধ্রপ্রদেশ | ৬০৩ | ১৫ | ৪২ |
পশ্চিমবঙ্গ | ৩১০ | ১২ | ৬২ |
বিহার | ৮৬ | ২ | ৩৭ |
ছত্তীসগড় | ৩৬ | ০ | ২৪ |
উত্তরাখণ্ড | ৪২ | ০ | ৯ |
হিমাচল প্রদেশ | ৩৯ | ১ | ১৬ |
গোয়া | ৭ | ০ | ৬ |
ওড়িশা | ৬১ | ১ | ২৪ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ১ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন, মেঘালয়ে ১১ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৩৪ জন ও অসমে ৩৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ২ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। ত্রিপুরাতে ১ জন ও অসমে ১২ জন সুস্থ হয়ে উঠেছে বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ১৮ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৩৪১ | ৫ | ৫১ |
চণ্ডীগড় | ২৩ | ০ | ১০ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ১৪ | ০ | ১১ |
0 Response to "ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ১৫,০০০, এখনও পর্যন্ত মৃত ৫০৭ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment