-->
কাজে যেতে বাধা প্রতিবেশীদের, সমস্যা মেটাতে নার্সের বাড়িতে গেলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান  | বঙ্গ প্রতিদিন

কাজে যেতে বাধা প্রতিবেশীদের, সমস্যা মেটাতে নার্সের বাড়িতে গেলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:সোনারপুর থেকে এসেছেন। শুধুমাত্র এই কারণেই উত্তর ব্যারাকপুর পুরসভার ইছাপুর শরৎনগর এলাকার বাসিন্দা তথা পেশায় নার্স সুচিত্রা প্রামাণিককে বাড়ি থেকে বের হতে দিচ্ছিলেন না এলাকার লোকজন। ফলে কাজে যোগ দিতে যেতে পারছিলেন না তিনি। শেষে অবশ্য পুরপ্রধান এসে সমস্যার সমাধান করেন।
সম্প্রতি সোনারপুরে নার্সিং ট্রেনিংয়ে ছিলেন সুচিত্রা। সেখান থেকে তাঁকে পাঠানো হয় ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে। কিন্তু যেহেতু তিনি সোনারপুর থেকে এসেছেন সেহেতু স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘর থেকে বের হতে আপত্তি জানান। এর ফলে কাজে যোগ দেওয়া অসম্ভব হয়ে পড়ে সুচিত্রা প্রামাণিকের।
এই অবস্থায় তার পাশে এসে দাঁড়ালেন উত্তর ব্যারাকপুর পুরসভার প্রধান মলয় ঘোষ। শুক্রবার নার্সের কথা জানতে পেরে তিনি আশ্বাস দিয়েছিলেন যে বিষয়টি খতিয়ে দেখবেন। এরপরে শনিবারই তিনি ওই নার্সের বাড়িতে গিয়ে হাততালি দিয়ে তাঁকে সম্মান জানান এবং পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। এলাকার লোকজনকে মনে করিয়ে দেন যে যখন করোনা সারা বিশ্বে মহামারীর আকার নিয়েছে তখন সমাজে চিকিৎসক ও নার্সদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাঁদের কাজে যোগ দিতে না দিলে কী সঙ্কট তৈরি হতে পারে সেকথাও তিনি বলেন।
পুরপ্রধানকে ওই নার্সের বাড়িতে দেখে ও তাঁর কথা শুনে স্থানীয় বাসিন্দারা নিজেদের ভুল বুঝতে পারেন। এদিন কাজে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি সুচিত্রা প্রামাণিকও।

0 Response to "কাজে যেতে বাধা প্রতিবেশীদের, সমস্যা মেটাতে নার্সের বাড়িতে গেলেন উত্তর ব্যারাকপুরের পুরপ্রধান | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads