-->
২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৪৯০, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার  | বঙ্গ প্রতিদিন

২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৪৯০, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার | বঙ্গ প্রতিদিন


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২৪,৯৪২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৯০ জন।
আরও পড়ুন- উলুবেড়িয়ায় এক আরপিএফের শরীরে মিললো করোনা ভাইরাস | বঙ্গ প্রতিদিন
এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮,৯৫৩। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৩৯৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫২০৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৬৮১৭৩০১৯৫৭
কেরল৪৫১৩৩১
কর্নাটক৪৮৯১৮১৫৩
তেলেঙ্গানা৯৮৪২৬২৫৩
গুজরাত২৮১৫১২৭২৬৫
রাজস্থান২০৩৪২৭২৩০
উত্তরপ্রদেশ১৭৭৮২৬২৪৮
দিল্লি২৫১৪৫৩৮৫৭
পঞ্জাব২৯৮১৭৬৭
হরিয়ানা২৭২১৫৬
তামিলনাড়ু১৭৫৫২২৮৬৬
মধ্যপ্রদেশ১৯৫২৯২২১০
অন্ধ্রপ্রদেশ১০৬১৩১১৭১
পশ্চিমবঙ্গ৫৭১১৮১০৩
বিহার২২৮৪৬
ছত্তীসগড়৩৬৩০
উত্তরাখণ্ড৪৮২৫
হিমাচল প্রদেশ৪০১৮
গোয়া
ওড়িশা৯৪৩৩
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৫৯ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন, ঝাড়খণ্ডে ৯ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ২০১৪
জম্মু-কাশ্মীর৪৫৪১০৯
চণ্ডীগড়২৮১৫
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ২৭১১

0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৪৯০, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads