২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৪৯০, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার | বঙ্গ প্রতিদিন
Saturday, April 25, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ২৪,৯৪২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৯০ জন।
আরও পড়ুন- উলুবেড়িয়ায় এক আরপিএফের শরীরে মিললো করোনা ভাইরাস | বঙ্গ প্রতিদিন
এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮,৯৫৩। মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৩৯৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ২৫ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত দেশে কোভিড-১৯ সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫২০৯ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৬৮১৭ | ৩০১ | ৯৫৭ |
কেরল | ৪৫১ | ৪ | ৩৩১ |
কর্নাটক | ৪৮৯ | ১৮ | ১৫৩ |
তেলেঙ্গানা | ৯৮৪ | ২৬ | ২৫৩ |
গুজরাত | ২৮১৫ | ১২৭ | ২৬৫ |
রাজস্থান | ২০৩৪ | ২৭ | ২৩০ |
উত্তরপ্রদেশ | ১৭৭৮ | ২৬ | ২৪৮ |
দিল্লি | ২৫১৪ | ৫৩ | ৮৫৭ |
পঞ্জাব | ২৯৮ | ১৭ | ৬৭ |
হরিয়ানা | ২৭২ | ৩ | ১৫৬ |
তামিলনাড়ু | ১৭৫৫ | ২২ | ৮৬৬ |
মধ্যপ্রদেশ | ১৯৫২ | ৯২ | ২১০ |
অন্ধ্রপ্রদেশ | ১০৬১ | ৩১ | ১৭১ |
পশ্চিমবঙ্গ | ৫৭১ | ১৮ | ১০৩ |
বিহার | ২২৮ | ২ | ৪৬ |
ছত্তীসগড় | ৩৬ | ০ | ৩০ |
উত্তরাখণ্ড | ৪৮ | ০ | ২৫ |
হিমাচল প্রদেশ | ৪০ | ১ | ১৮ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ৯৪ | ১ | ৩৩ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৫৯ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ১ জন, ঝাড়খণ্ডে ৯ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ২০ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৪৫৪ | ৫ | ১০৯ |
চণ্ডীগড় | ২৮ | ০ | ১৫ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ২৭ | ০ | ১১ |
0 Response to "২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১৪৯০, ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ২৫ হাজার | বঙ্গ প্রতিদিন"
Post a Comment