করোনা আপডেট : বাংলায় এক রাতে ৫৭ পজিটিভ, কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক | বঙ্গ প্রতিদিন
Saturday, April 25, 2020
 Comment 
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গে নতুন আক্রান্তদের যে সংখ্যা জানানো হয়েছিল তা মিলেছিল রাজ্য সরকারের তথ্যের সঙ্গে। কিন্তু শনিবার সকালে ফের দেখা গেল রাজ্যের তুলনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বাংলায় নতুন আক্রান্তের সংখ্যা বেশি বলেছে। যদিও মৃত্যুর সংখ্যা ও সুস্থ হয়ে ওঠার সংখ্যা কেন্দ্র ও রাজ্যের তরফে একই জানানো হয়েছে।
২৫ এপ্রিল, শনিবার সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৫৭১। সংখ্যাটা গতকাল সকালে ছিল ৫১৪। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭। মৃত্যু হয়েছে ১৮ জনের। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ১০৩ জন।

শুক্রবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। এ পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ হাজার ৭১৬ জন।আরও পড়ুন 
রাজ্যের তথ্য অনুসারে বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬। অর্থাৎ কেন্দ্র ও রাজ্যের মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে ৬৫ জনের তফাত রয়েছে। এই সংখ্যাটা নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে।
রাজ্যে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে প্রথম থেকেই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা অস্বীকার করে এসেছে সরকার। বারবারই বলেছে, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী নিজে বারবার বলেছেন, করোনা নিয়ে কোনও তথ্যই কখনও লুকোনো হয়নি। সেই একই সুর শোনা গিয়েছে মুখ্যসচিবের গলাতেও। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, রাজ্যের হিসেব ‘খোলা খাতার মতো’। সেখানে কোনও কারচুপি নেই।

0 Response to "করোনা আপডেট : বাংলায় এক রাতে ৫৭ পজিটিভ, কোভিড আক্রান্তের সংখ্যা ৫৭১: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক | বঙ্গ প্রতিদিন"
Post a Comment