করোনা আপডেট: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ হাজার,এক রাতে করোনা ১৯৭৫ পজিটিভ | বঙ্গ প্রতিদিন
Sunday, April 26, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা বাড়ল প্রায় দু’হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২৬ এপ্রিল, রবিবার বিকেল ৫টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৬৯১৭। অর্থাৎ ২৪ ঘণ্টায় ১৯৭৫ জন আক্রান্ত হয়েছেন, যা একদিনে সর্বাধিক। মৃত্যু হয়েছে ৮২৬ জনের। এক দিনে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এক দিনে ৭০৫ জন সুস্থও হয়ে উঠেছেন। এই মুহূর্তে দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫৯১৪। অর্থাৎ বর্তমানে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২০১৭৭।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ৩১২টি কেসের ক্ষেত্রে রাজ্যগুলিকে কী ভাবে সংক্রমণ ছড়াল তা জানার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বুলেটিন অনুযায়ী আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাপিয়ে গিয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৭৬২৮। তারপরেই রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩০৭১। দিল্লিতে ২৬২৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
মৃত্যুর সংখ্যাতেও সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে ৩২৩ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। মধ্যপ্রদেশে ৯৯ জন কোভিড ১৯-এ মারা গিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৭৬২৮ | ৩২৩ | ১০৭৬ |
কেরল | ৪৫৮ | ৪ | ৩৩৮ |
কর্নাটক | ৫০১ | ১৮ | ১৭৭ |
তেলেঙ্গানা | ৯৯১ | ২৬ | ২৮০ |
গুজরাত | ৩০৭১ | ১৩৩ | ২৮২ |
রাজস্থান | ২০৮৩ | ৩৩ | ৪৯৩ |
উত্তরপ্রদেশ | ১৮৪৩ | ২৯ | ২৮৯ |
দিল্লি | ২৬২৫ | ৫৪ | ৮৬৯ |
পঞ্জাব | ২৯৮ | ১৭ | ৬৭ |
হরিয়ানা | ২৮৯ | ৩ | ১৭৬ |
তামিলনাড়ু | ১৮২১ | ২৩ | ৯৬০ |
মধ্যপ্রদেশ | ২০৯৬ | ৯৯ | ২১০ |
অন্ধ্রপ্রদেশ | ১০৯৭ | ৩১ | ২৩১ |
পশ্চিমবঙ্গ | ৬১১ | ১৮ | ১০৫ |
বিহার | ২৫১ | ২ | ৪৬ |
ছত্তীসগড় | ৩৭ | ০ | ৩২ |
উত্তরাখণ্ড | ৫০ | ০ | ২৬ |
হিমাচল প্রদেশ | ৪০ | ১ | ২২ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ১০৩ | ১ | ৩৪ |
পুদুচেরি | ৭ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২জন, ঝাড়খণ্ডে ৬৭ জন ও অসমে ৩৬ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৩ জন ও অসমে ১৯ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ২০ | ০ | ১৪ |
জম্মু-কাশ্মীর | ৪৯৪ | ৬ | ১১২ |
চণ্ডীগড় | ৩০ | ০ | ১৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ১১ |
0 Response to "করোনা আপডেট: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২৭ হাজার,এক রাতে করোনা ১৯৭৫ পজিটিভ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment