ভারতে করোনা মৃত সংখ্যা হাজারের বেশি,আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন
Wednesday, April 29, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়ে গেল। এক রাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৫৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী ২৯ এপ্রিল, বুধবার, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ৩১৩৩২। ভারতে করোনায় মৃত্যুর সংখ্যাও হাজার ছাড়িয়ে গেল। এই মুহূর্তে দেশে ১০০৭ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এক রাতে ৭০ জনের মৃত্যু হয়েছে। এক রাতে সুস্থও হয়ে উঠেছেন ৬৬৯ জন। এই মুহূর্তে দেশে ৭৬৯৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ২২৬২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।
এই বুলেটিন অনুযায়ী এখনও আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯৩১৮। তারপরে রয়েছে গুজরাত। পশ্চিমের এই রাজ্যে ৩৭৪৪ জন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। দিল্লিতে ৩৩১৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
আরও পড়ুন জীবনযুদ্ধ থামল অভিনেতার,প্রয়াত ইরফান খান | বঙ্গ প্রতিদিন
মৃত্যুর সংখ্যাতেও সবথেকে উপরে মহারাষ্ট্র। এই রাজ্যে কোভিড ১৯-এ ৪০০ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মারা গিয়েছেন ১৮১ জন। মধ্যপ্রদেশে ১২০ জনের মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্য | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
মহারাষ্ট্র | ৯৩১৮ | ৪০০ | ১৩৮৮ |
কেরল | ৪৮৫ | ৪ | ৩৫৯ |
কর্নাটক | ৫২৩ | ২০ | ২০৭ |
তেলেঙ্গানা | ১০০৪ | ২৬ | ৩২১ |
গুজরাত | ৩৭৪৪ | ১৮১ | ৪৩৪ |
রাজস্থান | ২৩৬৪ | ৫১ | ৭৬৮ |
উত্তরপ্রদেশ | ২০৫৩ | ৩৪ | ৪৬২ |
দিল্লি | ৩৩১৪ | ৫৪ | ১০৭৮ |
পঞ্জাব | ৩২২ | ১৯ | ৭১ |
হরিয়ানা | ৩১০ | ৩ | ২০৯ |
তামিলনাড়ু | ২০৫৮ | ২৫ | ১১৬৮ |
মধ্যপ্রদেশ | ২৩৮৭ | ১২০ | ৩৭৭ |
অন্ধ্রপ্রদেশ | ১২৫৯ | ৩১ | ২৫৮ |
পশ্চিমবঙ্গ | ৭২৫ | ২২ | ১১৯ |
বিহার | ৩৬৬ | ২ | ৬৪ |
ছত্তীসগড় | ৩৮ | ০ | ৩৪ |
উত্তরাখণ্ড | ৫৪ | ০ | ৩৩ |
হিমাচল প্রদেশ | ৪০ | ১ | ২৫ |
গোয়া | ৭ | ০ | ৭ |
ওড়িশা | ১১৮ | ১ | ৩৮ |
পুদুচেরি | ৮ | ০ | ৩ |
মণিপুর | ২ | ০ | ২ |
মিজোরাম | ১ | ০ | ০ |
এছাড়াও আরও ৫ রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, মেঘালয়ে ১২ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১০৩ জন ও অসমে ৩৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অসমে ১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের এবং মেঘালয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচল প্রদেশে ১ জন, ত্রিপুরাতে ২ জন, ঝাড়খণ্ডে ১৭ জন ও অসমে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চল | আক্রান্তের সংখ্যা | মৃত | সুস্থ |
লাদাখ | ২২ | ০ | ১৬ |
জম্মু-কাশ্মীর | ৫৬৫ | ৮ | ১৭৬ |
চণ্ডীগড় | ৫৬ | ০ | ১৭ |
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ৩৩ | ০ | ১৫ |
0 Response to "ভারতে করোনা মৃত সংখ্যা হাজারের বেশি,আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়াল | বঙ্গ প্রতিদিন "
Post a Comment