জীবনযুদ্ধ থামল অভিনেতার,প্রয়াত ইরফান খান | বঙ্গ প্রতিদিন
Wednesday, April 29, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা ইরফান খান প্রয়াত। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মৃত্যু হয়েছে অভিনেতার। বয়স হয়েছিল ৫৩ বছর।
মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় ইরফান খানের। তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে। কোলনে সংক্রমণ নিয়ে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় অভিনেতার।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন অভিনেতার স্ত্রী সুতপা শিকদার ও তাঁর দুই ছেলে। অভিনেতার মুখপাত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
অভিনেতার মৃত্যুর খবর শোকস্তব্ধ বলিউড। তাঁর খুব ভাল বন্ধ তথা পরিচালক সুজিত সরকার টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ইরফানকে। টুইটে তিনি লেখেন, “আমার ভাল বন্ধু ইরফান। তুমি লড়াই চালিয়ে গিয়েছ। আমি সব সময় তোমাকে নিয়ে গর্বিত। আবার আমাদের দেখা হবে। সুতপা ও ছেলেদের সমবেদনা। সুতপা তুমিও লড়াই চালিয়েছ। তোমার যতটা করার সম্ভব তুমি করেছ। তোমাকে সেলাম ইরফান।” সুজিত সরকারের পিকু ছবিতে দর্শকদের মনে দাগ কেড়েছিল ইরফানের অভিনয়।
২০১৮ সালের মার্চ মাসে আচমকাই ঝড়ের মতো আছড়ে পড়েছিল ইরফানের অসুস্থতার খবর। অভিনেতা নিজেই জানিয়েছিলেন বিরল এবং জটিল রোগ নিউরোইন্ডক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। এরপর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে পাড়ি দেন ইরফান। এরপর ২০১৯-এর ফেব্রুয়ারিতে দেশে ফেরেন ইরফান।
ভারতে ফিরে আংরেজি মিডিয়াম ছবিতে অভিনয় করেছিলেন ইরফান। এই ছবির প্রোমোশন করতে পারেননি তিনি। ট্রেলর রিলিজের সময় এক আবেগঘন বার্তা দিয়েছিলেন অভিনেতা। ইরফান বলেছিলেন, “বন্ধুরা আমি ইরফান। আজ আপনাদের সঙ্গে নেই, আবার আছিও। বিশ্বাস করুন যতটা ভালবাসা দিয়ে এই ছবিতে কাজ ঠিক ততটাই ভালবেসে ছবির প্রোমোশন করতে চেয়েছিলাম। কিন্তু শরীরে এক অতিথি বাসা বেঁধেছে যাকে একদম চাইনি। অগত্যা উপায় কী।” একদম শেষে খানিক থেমে ইরফানকে বলতে শোনা গিয়েছিল “অবশ্যই আমার জন্য অপেক্ষা করুন।” সেই অপেক্ষা আর শেষ হল না দর্শকদের।
আরও পড়ুন করোনা আপডেট : ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ৯৭৫, ভারতে আক্রান্ত প্রায় ২৮ হাজার | বঙ্গ প্রতিদিন
মঙ্গলবার হাসপাতালে ভর্তি হওয়ার পরেই ছড়িয়ে যায় মারা গিয়েছেন ইরফান। যদিও সেই সময় তাঁর মুখপাত্রের তরফে এই খবর গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। মুখপাত্র জানান, “ইরফানের শক্তি আর উৎসাহই ওঁকে এতদিন লড়াই করতে সাহায্য করেছে। এবারেও ওঁর তীব্র ইচ্ছাশক্তি এবং পজিটিভ ভাবনা আর সকলের প্রার্থনায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন ইরফান।“ কিন্তু এবার আর লড়াই জিততে পারলেন না তিনি।
তিন দিন আগেই মাকে হারিয়েছেন ইরফান। জয়পুরে ৯৫ বছর বয়সে মৃত্যু হয় ইরফান খানের মা সইদা বেগমের। বার্ধক্যজনিত রোগের কারণেই মৃত্যু হয় তাঁর। মায়ের শেষকৃত্যে অবশ্য হাজির থাকতে পারেননি ইরফান। লকডাউনে মুম্বইতেই ছিলেন তিনি। জয়পুরে মায়ের শেষকৃত্যে তাই ভিডিও কনফারেন্সেই শেষ শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। তার কয়েক দিন পরে নিজেই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন অভিনেতা।
0 Response to "জীবনযুদ্ধ থামল অভিনেতার,প্রয়াত ইরফান খান | বঙ্গ প্রতিদিন"
Post a Comment