-->
করোনা আপডেট: ২৪ ঘণ্টাই ৩০২ পজিটিভ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪ | বঙ্গ প্রতিদিন

করোনা আপডেট: ২৪ ঘণ্টাই ৩০২ পজিটিভ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতে গত ১৫ ঘণ্টায় ৩০২ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ৫ এপ্রিল, রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩৭৪। কোভিড ১৯ সংক্রমণে এখনও পর্যন্ত ভারতে ৭৭ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ২৬৭ জন। অর্থাৎ এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩০৩০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে মহারাষ্ট্র। এই রাজ্যে ৪৯০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিলনাড়ু। গত ১৫ ঘণ্টায় এই রাজ্যে ৭৪ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫। এছাড়া তেলেঙ্গানাতে এই ১৫ ঘণ্টায় ১১০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রেই সবথেকে বেশি ২৪ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে মারা গিয়েছেন ১০ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুযায়ী এক নজরে বিভিন্ন রাজ্যের পরিসংখ্যান
রাজ্যআক্রান্তের সংখ্যামৃতসুস্থ
মহারাষ্ট্র৪৯০২৪৪২
কেরল৩০৬৪৯
কর্নাটক১৪৪১২
তেলেঙ্গানা২৬৯৩২
গুজরাত১০৫১০১৪
রাজস্থান২০০২১
উত্তরপ্রদেশ২২৭১৯
দিল্লি৪৪৫১৫
পঞ্জাব৫৭
হরিয়ানা৪৯২৪
তামিলনাড়ু৪৮৫
মধ্যপ্রদেশ১০৪
অন্ধ্রপ্রদেশ১৬১
পশ্চিমবঙ্গ৬৯১০
বিহার৩০
ছত্তীসগড়
উত্তরাখণ্ড২২
হিমাচল প্রদেশ
গোয়া
ওড়িশা২০
পুদুচেরি
মণিপুর
মিজোরাম

এছাড়াও নতুন করে দুই রাজ্যে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশে ১জন ও ঝাড়খণ্ডে ২জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এছাড়াও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলেও ছড়িয়েছে এই ভাইরাস। সেখানকার পরিসংখ্যানও দেখে নেওয়া যাক।
কেন্দ্রশাসিত অঞ্চলআক্রান্তের  সংখ্যামৃতসুস্থ
লাদাখ১৪
জম্মু-কাশ্মীর৯২
চণ্ডীগড়১৮
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ১০

0 Response to "করোনা আপডেট: ২৪ ঘণ্টাই ৩০২ পজিটিভ, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৩৭৪ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads