COVID-19 পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ, উত্তরবঙ্গ মেডিক্যালে ফের মৃত্যু এক ব্যক্তির | বঙ্গ প্রতিদিন
Sunday, April 5, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল এক ব্যক্তির। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা, ৫৬ বছরের ওই ব্যক্তি করোনা পজিটিভ ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। এর আগে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালিম্পংয়ের যে মহিলার মৃত্যু হয়, তাঁর সঙ্গেই এই ব্যক্তিরও চিকিৎসা চলছিল। সেখান থেকেই সংক্রমণ ঘটেছে বলে অভিযোগ পরিবারের। যদিও স্বাস্থ্য দপ্তর সূত্রে এখনও কিছু জানা যায়নি।
গত ২৪ মার্চ শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা, পেশায় রেলকর্মী অসুস্থতা নিয়ে নিউ জলপাইগুড়ির রেল হাসপাতালে ভরতি হন। তাঁর হাই সুগার ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। রেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরেরদিন ফের তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে, রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এক বেসরকারি হাসপাতাল ঘুরে ২৬ তারিখ বিকেলে তাঁকে ভরতি করা হয় শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। নমুনা সংগ্রহ করে COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। তবে অসুস্থতা বেশি থাকায় তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। অসুস্থতা আরও বাড়তে থাকলে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় এই ব্যক্তিকে। এরপর ফের একবার করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। শনিবার রাতে সেই রিপোর্ট হাতে আসে, দেখা যায়, তিনি করোনা পজিটিভ। রাতেই মৃত্যু হয় তাঁর। সম্ভবত উত্তরবঙ্গে তিনি করোনার দ্বিতীয় বলি।
পরিবারের অভিযোগ, কালিম্পংয়ের করোনা আক্রান্ত হয়ে মৃত মহিলার চিকিৎসা যেখানে চলছিল, আইসোলেশন ওয়ার্ডে ঠিক তার পাশের বেডেই রাখা হয়েছিল অসুস্থ এই রেলকর্মীকে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ তাঁদের। হাসপাতালের রেকর্ডে তাঁর বাইরে কোথাও ভ্রমণের ইতিহাস নেই বলেই উল্লেখ রয়েছে। তবে কারও কারও শোনা যাচ্ছে যে তিনি সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফিরেছিলেন। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা ইনি, যা শহরের একেবারের মূলকেন্দ্রে। তাই তাঁর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। ঘটনার পর পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের।
পরিবারের অভিযোগ, কালিম্পংয়ের করোনা আক্রান্ত হয়ে মৃত মহিলার চিকিৎসা যেখানে চলছিল, আইসোলেশন ওয়ার্ডে ঠিক তার পাশের বেডেই রাখা হয়েছিল অসুস্থ এই রেলকর্মীকে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ তাঁদের। হাসপাতালের রেকর্ডে তাঁর বাইরে কোথাও ভ্রমণের ইতিহাস নেই বলেই উল্লেখ রয়েছে। তবে কারও কারও শোনা যাচ্ছে যে তিনি সম্প্রতি বেঙ্গালুরু থেকে ফিরেছিলেন। শিলিগুড়ির প্রধাননগরের বাসিন্দা ইনি, যা শহরের একেবারের মূলকেন্দ্রে। তাই তাঁর মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। ঘটনার পর পরিবারের সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের।
0 Response to "COVID-19 পজিটিভ বলে রিপোর্টে উল্লেখ, উত্তরবঙ্গ মেডিক্যালে ফের মৃত্যু এক ব্যক্তির | বঙ্গ প্রতিদিন"
Post a Comment