-->
লকডাউনে সাধারণ মানুষ যে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তা অভূতপূর্ব, বললেন মোদী | বঙ্গ প্রতিদিন

লকডাউনে সাধারণ মানুষ যে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তা অভূতপূর্ব, বললেন মোদী | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- রবিবার সন্ধ্যা ন’টায় দেশের লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে প্রদীপ জ্বালিয়েছেন। তারপরে সোমবার প্রধানমন্ত্রী বললেন, “লকডাউনের সময় সাধারণ মানুষ যে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তার তুলনা হয় না।” বিজেপি প্রতিষ্ঠার ৪০ বছর উপলক্ষে তিনি এদিন দলীয় কর্মীদের সামনে ভাষণ দেন।
করোনা সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিন ধরে লড়াই চালাতে হবে। আমাদের ক্লান্ত হলে চলবে না। অতিমহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার জন্য কঠিন প্রতিজ্ঞা করতে হবে।”
মানুষের প্রদীপ জ্বালানোর কথা উল্লেখ করে তিনি বলেন, “রবিবার সন্ধ্যায় আমরা উপলব্ধি করেছি, আমাদের ঐক্যবদ্ধ শক্তি কতখানি।” বিজেপি কর্মীদের কাছে তিনি পাঁচ দফা কর্মসূচি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, দলের সভাপতি জে পি নাড্ডা যে গাইডলাইন দিয়েছেন, তা মেনে চলুন। লক্ষ রাখুন, কোনও গরিব মানুষ যেন উপবাসী না থাকে।
সোমবার দলের সদস্যদের সামনে ভাষণ দেন সভাপতি জে পি নাড্ডা। তাঁর কথায়, “কোভিড ১৯ সংক্রমণের ফলে বিশ্ব জুড়ে সংকট চলছে। এই অবস্থায় মোদী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, তা সর্বত্র প্রশংসিত হয়েছে।” এর পরে তিনি বলেন, “করোনা সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য সারা পৃথিবী এখন মোদীর দিকে তাকিয়ে আছে।”
দলের কর্মীদের উদ্দেশে নাড্ডা বলেন, “বিজেপির ৪০ বছর পূর্তি হল। এই উপলক্ষে দলের প্রত্যেক কর্মীকে ৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে হবে। একইসঙ্গে তাঁরা পিএম কেয়ার ফান্ডে ১০০ টাকা করে দেবেন।”
পরে তিনি বলেন, “আমাদের জন্য যে পুলিশকর্মী, ডাক্তার, নার্স, ব্যাঙ্কের অফিসার ও পোস্টম্যানরা কাজ করে চলেছেন, তাঁদের ধন্যবাদ দিচ্ছি।” এর আগে নাড্ডা টুইট করে বলেন, “আমি দলের কর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি, স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানান।” এর পরেই তিনি বলেন, “লকডাউনের ফলে যাঁরা কঠিন অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে একবেলার খাওয়া ত্যাগ করুন।”
প্রবীণ বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “জন্মের ৪০ বছরের মধ্যে বিজেপি দেশের সবচেয়ে বড় ও শক্তিশালী দল হয়ে উঠেছে। তা এখন ভারতের গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। এর জন্য দলের কোটি কোটি কর্মীই দায়ী।”

0 Response to "লকডাউনে সাধারণ মানুষ যে পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছেন, তা অভূতপূর্ব, বললেন মোদী | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads