-->
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেল : স্বাস্থ্য মন্ত্রক | বঙ্গ প্রতিদিন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেল : স্বাস্থ্য মন্ত্রক | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেল। রবিবার সকাল ৯ টায় বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল, তখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে দেশে ৭৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৯। অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। একদিনে এর আগে কোভিডে এতো মৃত্যু হয়নি দেশে।
কোভিড আক্রান্তের সংখ্যাও লাফিয়ে বেড়েছে। গত চব্বিশ ঘন্টায় ৬৯৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ তথা কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে বলা হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০৭৭ জন। এখন ৩৬৬৬ জনের মধ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৯১ জন।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে রাজ্যওয়াড়ি পরিসংখ্যান দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যার বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল বাংলায় এখনও পর্যন্ত ৮০ জন কোভিড আক্রান্ত হয়েছে। ইতিবাচক হল সোমবার সকালের বুলেটিনে সেই সংখ্যা আর বাড়েনি।
তবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি এখন মহারাষ্ট্রে। মারাঠা মুলুকে এখনও পর্যন্ত ৬৯০ জন কোভিড আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

0 Response to "করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যুর সংখ্যা একশ ছাড়িয়ে গেল : স্বাস্থ্য মন্ত্রক | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads