-->
অশিক্ষার চরম উদাহরণ, ডেথ সার্টিফিকেটে মৃতের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা লিখলেন গ্রামপ্রধান  | বঙ্গ প্রতিদিন

অশিক্ষার চরম উদাহরণ, ডেথ সার্টিফিকেটে মৃতের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা লিখলেন গ্রামপ্রধান | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-অশিক্ষা মানে কেবল স্কুলে পড়া হয়নি বা লিখতে পারেনা এমনটা নয়। মানুষের সাধারণ জ্ঞানবুদ্ধিও শিক্ষার পরিচয় দেয়। আর সেই শিক্ষার অভাব দেখা গেল উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে। মৃত এক ব্যক্তির ডেথ সার্টিফিকেটে মৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন সেই গ্রামের প্রধান।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের উন্নাও জেলা সিরওয়ারিয়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীশঙ্কর গত ২২ জানুয়ারি মারা যান। তখন তার ছেলে বাবার ডেথ সার্টিফিকেট লিখে দেওয়ার জন্য আবেদন করেন গ্রামপ্রধান বাবুলালের কাছে। আর সেই সার্টিফিকেটে যা লিখলেন, তাতে হতভম্ব হওয়া ছাড়া উপায় নেই।
                                                           এই সেই ভাইরাল হওয়া ডেথ সার্টিফিকেট
ডেথ সার্টিফিকেটের শেষে তিনি লিখে দেন, “ম্যায় ইনকে উজ্জ্বল ভবিষ্য কি কামনা করতা হু।” অর্থাৎ বাংলায় মানে করলে বোঝায় গ্রামপ্রধান মৃতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। আর এই সার্টিফিকেটটি গত সোমবার ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। খবর পেয়ে গ্রামপ্রধান ক্ষমা চান এবং নয়া ডেথ সার্টিফিকেট তৈরি করেন।

0 Response to "অশিক্ষার চরম উদাহরণ, ডেথ সার্টিফিকেটে মৃতের উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা লিখলেন গ্রামপ্রধান | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads