আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে সরকারি ব্যাঙ্ক সংযুক্তিকরণ, ঘোষণা কেন্দ্রের | বঙ্গ প্রতিদিন
Wednesday, March 4, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-বহুদিন ধরেই জল্পনা চলছিল, বেশ কিছু সরকারি ব্যাঙ্কগুলিকে একত্রীকরণ করা হবে। এবার সেই জল্পনা সত্যি হতে চলেছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী পয়লা এপ্রিল, নয়া অর্থবর্ষের শুরু থেকে ১০টি সরকারি ব্যাঙ্কগুলিকে সংযুক্তিকরণের মাধ্যমে চারটিতে আনা হবে।
জানা গিয়েছে, এই সংযুক্তিকরণে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একত্রীকরণ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে, সিন্ডিকেট ব্যাঙ্ক একত্র হচ্ছে কানাড়া ব্যাঙ্কের সাথে, অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে, আর সবশেষে এলাহাবাদ ব্যাঙ্ক একত্রিত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কের সাথে।
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই সংযুক্তিকরণের ফলে দেশে মোট সাতটি সরকারি ব্যাঙ্ক থাকবে এবং প্রতিটি একত্রিত ব্যাঙ্ক প্রায় আট লক্ষ কোটি টাকার ব্যবসা করতে পারবে।
এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছেন, “এই মহা সংযুক্তিকরণের ফলে বিশ্বব্যাপী ব্যাঙ্কের মত ভারতীয় ব্যাঙ্ক তৈরি হবে এবং ভারত ও বিশ্বের সাথে পাল্লা দিতেও প্রস্তুত থাকবে।”
0 Response to "আগামী এপ্রিল মাস থেকে শুরু হবে সরকারি ব্যাঙ্ক সংযুক্তিকরণ, ঘোষণা কেন্দ্রের | বঙ্গ প্রতিদিন"
Post a Comment