"মোদী তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করেছিল তখন কি সঙ্গে করে দলিলটা নিয়ে এসেছিল"! বিস্ফোরক অনুব্রত | বঙ্গ প্রতিদিন
Wednesday, March 4, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-এর আগে বহু বার বিতর্কিত কথা বলে বিতর্কে জড়িয়ে ছিলেন তৃণমূলের এই ডাকাবুকো নেতা। এবার ফের একবার প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকত্ব ও জন্মের কাগজ নিয়ে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বীরভূমের দুবরাজপুরে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা ছিল সেখানেই তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, "মোদী তুমি বড় বড় কথা বলছ, তোমার পিএম অফিস তুমি এখানে কবে এসেছো, কোনদিন এসেছো তা বলতে পারেনি।
সেই অফিস থেকে একটা কাগজ এসেছে। সেখানে লেখা আছে তিনি গুজরাটে কবে থেকে বসবাস করছেন কবে জন্ম সেটা জানে না। তোমার নিজের কাগজের ঠিক নেই, আর তুমি আবার পরের কাগজ দেখতে চাইছ! লজ্জা লাগে না তোমার... আগে নিজে ঠিক হও তারপর পরকে ঠিক করব।"
তিনি আরও বলেন, "আমার মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার বাবা বলেনি সঙ্গে করে তোমার দলিলটা নিয়ে চলো। তোমার জন্মের কাগজটা নিয়ে চলো। প্রধানমন্ত্রী, তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করেছিল তখন কি সঙ্গে করে দলিলটা নিয়ে এসেছিল?
এই সভাতে অনুব্রত মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর নরেশ চন্দ্র বাউরী, জেলা তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিনহা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
0 Response to ""মোদী তোমার বাবা যখন তোমার মাকে বিয়ে করেছিল তখন কি সঙ্গে করে দলিলটা নিয়ে এসেছিল"! বিস্ফোরক অনুব্রত | বঙ্গ প্রতিদিন"
Post a Comment