করোনা আতঙ্ক, লন্ডন ফেরত বাবা-ছেলেকে ঘিরে উলুবেড়িয়ায় হুলুস্থুল | বঙ্গ প্রতিদিন
Friday, March 20, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাসের সংক্রমণের জেরে বিপর্যন্ত ব্রিটেন। যে কোনও দিন লন্ডন শহরকে 'রুদ্ধ' করা হতে পারে। দিন চারেক আগে সেই লন্ডন থেকে ফেরা এক ব্যক্তি ও তাঁর ছেলেকে নিয়ে বুধবার হাওড়া জেলার উলুবেড়িয়ায় প্রশাসনিক মহলে হুলুস্থুল পড়ে গেল। করোনা আক্রান্ত সন্দেহে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন ফেরত বাবা-ছেলেকে এ দিন উলুবেড়িয়ার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫১ হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। তবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মাত্র ১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, গত ১২ মার্চ লন্ডন থেকে উলুবেড়িয়ার বাড়িতে ফিরেছিলেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাঁর ছেলে। তাঁরা লন্ডনে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দেশে ফিরেও তাঁরা সুস্থ আছেন এখনও। তবে তাঁদের বিদেশ থেকে ফেরার খবর শুনে নড়েচড়ে বসে প্রশাসন। সরকারি আধিকারিকরা ওই ব্যক্তির বাড়ি গিয়ে তাঁদের পর্যবেক্ষণে রাখার ব্যাপারে বোঝান। বুধবার বিকেলে দু’জনকে উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়।
এই বিষয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের সুপার কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘ঘটনাটি জানার পরেই আমরা ওই ব্যক্তি ও তাঁর ছেলেকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠাই।’
এ দিনই বিদেশ থেকে এক আসা এক যুবককে করোনা সন্দেহে ভরতি করা হয়েছে হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে। বুধবার দুপুরে দীপক লাখোটিয়া নামে উত্তর হাওড়ার গোলাবাড়ির ওই বাসিন্দাকে করোনায় আক্রান্ত সন্দেহে ভরতি করা হয়েছে। হাওড়ার সত্যবালা আই ডি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ওই যুবককে অবজার্ভেশনে রাখা হয়েছে।
সাঁকরাইল থানা এলাকারও দু’জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশাসন ও পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে। হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্যা বুধবার রাত পর্যন্ত প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন।
0 Response to "করোনা আতঙ্ক, লন্ডন ফেরত বাবা-ছেলেকে ঘিরে উলুবেড়িয়ায় হুলুস্থুল | বঙ্গ প্রতিদিন"
Post a Comment