-->
আংরেজি মিডিয়ামে নাম লেখালেন আলিয়া-ক্যাট-অনুষ্কা! | বঙ্গ প্রতিদিন

আংরেজি মিডিয়ামে নাম লেখালেন আলিয়া-ক্যাট-অনুষ্কা! | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-মুক্তি পেয়েছে Angrezi Medium-এর নতুন গান Kudi Nu Nachne De গানটির টিজার। আর ইরফান খানের জন্যে এই গানের টিজারে এক ফ্রেমে এসেছেন বলিউডের প্রথম সারির সব নায়িকারা। রয়েছেন অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, অনন্য পান্ডে, কৃতী স্যানন এবং কিয়ারা আডবাণী।

ভিডিয়োতে অভিনেত্রীদের ক্লোজ আপ শটস রয়েছে যেখানে তাঁদের মনের খুশিতে পারফর্ম করতে দেখা যাচ্ছে। ভিডিয়োতে রয়েছেন রাধিকা মদনও। আংরেজি মিডিয়ামে তিনিই তো রয়েছেন প্রধান চরিত্রে।

নায়িকারা এই টিজার ভিডিয়োটি নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ারও করেছেন। দেখে নিন এক ঝলকে...

0 Response to "আংরেজি মিডিয়ামে নাম লেখালেন আলিয়া-ক্যাট-অনুষ্কা! | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads