-->
মৃতের দুধ পান, কোচবিহার হাসপাতালে হুলুস্থুল  | বঙ্গ প্রতিদিন

মৃতের দুধ পান, কোচবিহার হাসপাতালে হুলুস্থুল | বঙ্গ প্রতিদিন


বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :-কিশোরকে মৃত ঘোষণা করেছিল হাসপাতাল। তারপরেও সেই কিশোর প্রায় এক লিটার দুধ খেয়েছে। এমনটাই দাবি তুলেছে ওই কিশোরের পরিবার। এই কাণ্ডে রীতিমতো তুলকালাম হয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে কোতোয়ালি থানার পুলিশ।
পরিবারের অভিযোগ, জীবিত কিশোরকে মৃত বলে ঘোষণা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। ময়নাতদন্তেও পাঠানো হয়েছিল তার দেহ। তবে পরিবারের দাবি, হাসপাতাল মৃত বললেও প্রায় এক লিটার দুধ খেয়েছে ওই কিশোর। এই অভিযোগে শনিবার খণ্ডযুদ্ধ বেধে যায় হয়েছে কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওই কিশোরের পরিবারের অভিযোগ, হাসপাতালে আনার পরে সঠিক সময়ে চিকিৎসা হলে এমনটা হত না।

পুলিশ সূত্রে খবর, কোচবিহার ২ নম্বর ব্লকের বাণেশ্বরের পেট্রোল পাম্পের সামনে শনিবার বিকেলে মাছ ধরতে গিয়েছিল ১৭ বছরের কিশোর বিশাল বর্মন। কোনও কারণে ইলেকট্রিক শক খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। এরপর তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরিবারের দাবি, বিশালকে মৃত বলে ঘোষণা করার পরেও দুধ পান করেছে সে। এরপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। অশান্তি চরমে উঠতেই কোতোয়ালি থানা থেকে উঠে আসে বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা।
তবে এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক শুভম সাহা জানিয়েছেন, মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল বিশালকে। কিশোর কীভাবে দুধ খেল সে বিষয়ে তিনি কিছু জানেন না।

0 Response to "মৃতের দুধ পান, কোচবিহার হাসপাতালে হুলুস্থুল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads