-->
প্রয়াত হলেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ  |  বঙ্গ প্রতিদিন

প্রয়াত হলেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :- শুক্রবার সন্ধ্যায় প্রয়াত হয়েছেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে করেছে সেদেশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। তাঁর মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
রক্তপাতহীন ক্যু করে ১৯৭০ সালে ক্ষমতা দখল করেন পাশ্চাত্যপন্থী কাবুস। এব্যাপারে ওমানের পূর্বতম ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের সাহায্য তিনি নিয়েছিলেন।

কাবুসের কোনও সন্তান নেই, তাঁর উত্তরসূরী কে হবেন সেকথা তিনি ঘোষণাও করেননি। ১৯৯৬ সালে একটি নিয়ম করে ঘোষণা করা হয় যে সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে শাসকের পরিবারই উত্তরাধিকারী নির্ধারণ করবে।
নির্ধারিত সমযের মধ্যে যদি কেউ উত্তরাধিকারী বেছে না নিতে পারেন তা হলে একটি বন্ধ খামে রাখা চিঠিতে সুলতান যাঁকে উত্তরাধিকারী বলে জানিয়ে রেখে গেছেন তাঁর নাম ঘোষণা করবেন সেনা ও নিরাপত্তা আধিকারিক, সুপ্রিম কোর্টের প্রধানরা এবং সে দেশের সংসদের যে দু’টি কক্ষ আছে তার দুই প্রধান।
সে দেশের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে সরকারি তো বটেই, বেসরকারি ক্ষেত্রেও শোক পালন করা হবে।

0 Response to "প্রয়াত হলেন ওমানের সুলতান কাবুস বিন সৈয়দ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads