-->
জেএনইউয়ে হামলা ২৬/১১-এর কথা মনে করাচ্ছে: উদ্ধব ঠাকরে  | বঙ্গ প্রতিদিন

জেএনইউয়ে হামলা ২৬/১১-এর কথা মনে করাচ্ছে: উদ্ধব ঠাকরে | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :রবিবার সন্ধেবেলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার পর থেকে প্রতিবাদ শুরু হয়েছে দেশজুড়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তায় নেমেছেন। মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ২৬/১১-এর মুম্বই হামলার সঙ্গে তুলনা করলেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সেইসঙ্গে এই ধরনের কোনও ঘটনা মহারাষ্ট্রে হবে না বলেই প্রতিশ্রুতি দিলেন তিনি।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনায় মুখ খোলেন ঠাকরে। তিনি বলেন, “আমি টিভিতে ঘটনাটা দেখেছি। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপর এই হামলা আমার ২৬/১১-এর মুম্বই হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। দেশে পড়ুয়ারা নিজেদের অসুরক্ষিত মনে করছেন। আমি মহারাষ্টে এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করব না।”
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, “দেশের যুব সম্প্রদায় ভয় পাচ্ছে। এতে তাঁদের রাগ আরও বাড়ছে। আমাদের যুব সম্প্রদায় ভীতু নয়। এভাবে আগুনে ঘি ঢালবেন না। যদি এই ঘটনার পিছনে থাকা প্রকৃত অপরাধীদের দিল্লি পুলিশ শাস্তি দিতে না পারে তাহলে তারাও একই দোষে দোষী হবে।”

এই ঘটনার সঙ্গে কারা জড়িত সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি শিবসেনা প্রধান। তিনি বলেন, “আমি এই বিষয়ে কোনও রাজনীতি করব না। কিন্তু কারা এই ঘটনার পিছনে রয়েছে তা আমাদের জানা উচিত। যারা মুখোশ পরে হামলা করেছিল তারা আসলে ভীতু। যদি তাদের সাহস থাকত সামনে থেকে আসত। এই ধরনের ঘটনা বরদাস্ত করা যায় না।”
রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালানো হয়। মুখে কালো কাপড় বেঁধে প্রায় ৫০ জনের একটি দল ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের হাতে ছিল ব্যাট, লাঠি। আন্দোলনকারীদের সভা চলাকালীন ওই দুষ্কৃতী দল ক্যাম্পাসে ঢুকে হামলা চালায়। পড়ুয়াদের মারধরের পাশাপাশি হস্টেলের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানো হয়। আহত হন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ-সহ প্রায় ৩৪ জন ছাত্র-ছাত্রী।
এই হামলার পরেই দেশ জুড়ে গর্জে ওঠেন ছাত্র-ছাত্রীরা। যাদবপুর বিশ্ববিদ্যালায় থেকে আইআইটি মুম্বই – সারা দেশের ছাত্রছাত্রীরা রবিবারের ঘটনার তীব্র নিন্দা করে মিছিল করেন। এই ঘটনার নিন্দা করেন বিনোদন থেকে রাজনৈতিক জগতের একাধিক বিশিষ্ট মুখ। আনন্দ মহীন্দ্রার মতো বিখ্যাত শিল্পপতিও এই ঘটনার নিন্দা করেন। এমনকি নির্মলা সীতারমন, এস জয়শঙ্কর, স্মৃতি ইরানি, গৌতম গম্ভীরের মতো বিজেপি নেতা-নেত্রীরাও এই হামলার নিন্দা করেছেন।

রবিবার মাঝরাত থেকেই মুম্বইয়ের বিভিন্ন মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা জমায়েত হন ইন্ডিয়া গেটে। সেখানে গিয়ে তাঁরা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের উপরে হামলার প্রতিবাদ করেন। স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যাতে কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ করে, সেই দাবিও তাঁরা করতে থাকেন। তাঁরা স্লোগান দিতে থাকেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিরুদ্ধে।
এদিকে এই ঘটনার পর উপাচার্যের অপসারণ চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়েছে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন (জেএনইউটিএ)। পদাধিকারবলে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক (ভিজিটর) হলেন রাষ্ট্রপতি। জেএনইউটিএ বলেছে, বিশ্ববিদ্যালয়ে যে উন্মত্তভাবে হামলা করা হয়েছে সে ব্যাপারে খুব সচেতন ভাবেই তাঁরা উপাচার্যের নেতৃত্বাধীন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করছেন। তাঁরা বলেছেন, এটা একেবারেই বাস্তব কথা যে প্রশাসনের মদত ছাড়া অতজন বহিরাগত গুণ্ডার পক্ষে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা সম্ভব নয় এবং তাণ্ডব চালানোর পরে ধরা না পড়ে চলেও যাওয়া সম্ভব নয়।
ফি বৃদ্ধির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল জেএনইউয়ে। একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে। সমাবর্তন অনুষ্ঠানের দিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়ালকে ছ’ঘণ্টা আটকে থাকতে হয়েছিল।

0 Response to "জেএনইউয়ে হামলা ২৬/১১-এর কথা মনে করাচ্ছে: উদ্ধব ঠাকরে | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads