-->
জ্বলছে অস্ট্রেলিয়ার জঙ্গল, দাউদাউ আগুনে পুড়ছে প্রাণ, মিলল শিউরে ওঠার মতো ছবি

জ্বলছে অস্ট্রেলিয়ার জঙ্গল, দাউদাউ আগুনে পুড়ছে প্রাণ, মিলল শিউরে ওঠার মতো ছবি



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :প্রায় একমাস ধরে জ্বলছে অস্ট্রেলিয়া। দাবানলে পুড়েছে অসংখ্য ঘরবাড়ি। সহায়সম্বলহীন হয়ে পড়েছেন অগুনতি মানুষ। তবে সবচেয়ে করুণ দশা বন্যপ্রাণীদের। দূষিত বাতাস, লেলিহান আগুনের শিখায় প্রাণ হারিয়েছে বহু জীবজন্তু। কয়েক একর অরণ্য ধ্বংস করে দিয়েছে এই ভয়াবহ দাবানল।
পরিসংখ্যান অনুযায়ী, আগুনের গ্রাসে প্রায় ১৩০ লক্ষ একর জমি পুড়ে খাক হয়ে গিয়েছে। পুড়েছে ৯০০ বাড়িঘর। মারা গিয়েছেন অন্তত ১৭ জন। ৩৭টি সিগারেট খাওয়ার সমান দূষণ সিডনির বাতাসে। ইতিমধ্যেই বন্যপ্রাণীদের উদ্ধারে নেমেছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন ওয়ালিডলাইফ অরগানাইজেশনও যোগ দিয়েছে উদ্ধার কাজে। আর উদ্ধারের সময়েই প্রকাশ্যে ভয়ঙ্কর কিছু ছবি। স্বেচ্ছাসেবীদের অনেকেই বলছেন, “পশুপাখিরা মানুষ দেখলে সাধারণত ছুটে পালিয়ে যায়। এক্ষেত্রে হচ্ছে একেবারেই তার উল্টো। আমাদের দেখেই ওরা বাঁচার তাগিদে ছুটে আসছে।”
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানলে গ্রাস হওয়া বন্যপ্রাণীর ছবি। সেসব ছবি দেখে আঁতকে উঠছেন সাধারণ মানুষ। একটি ছবিতে দেখা গিয়েছে তারের গায়ে আটকে রয়েছে ঝলসে যাওয়া একটি বাচ্চা ক্যাঙ্গারুর দেহ। এছাড়াও কালো ধোঁয়ায় ঢাকা আকাশ, পুরু ছাইয়ের আস্তরণ পড়ে যাওয়া জমি, আর দূষিত বাতাসে ঢাকা লালছে আকাশই এখন অস্ট্রেলিয়ার পরিচিত ছবি। কোলে করে এক কোয়ালাকে উদ্ধারের ছবি এর আগেই দেখেছে জনতা। তবে এবার প্রকাশ্যে এসেছে ঝলসে যাওয়া প্রাণীদের দেহ। কোথাও পড়ে রয়েছে ঝলসে যাওয়া পাখিদ দেহাংশ। কোথাও বা দেখা গিয়েছে প্রাণে বেঁচে থাকলেও পুড়ে গিয়েছে বেশ কিছু প্রাণীর পিঠের চামড়া।
কদিন আগে শহরাঞ্চলের একটি সুইমিং পুলে দেখা গিয়েছিল একটি ক্যাঙ্গারুকে। দাবানলের গ্রাসে থাকা অরণ্য থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে এসেছিল সে। এছাড়াও দেখা গিয়েছে প্রাণীদের উদ্ধার করে তাদের ফিডিং বোতলে করে জল খাওয়াচ্ছেন স্বেচ্ছাসেবীরা। কেউবা পিঠে হাত বুলিয়ে ঠান্ডা জলের ঝাপটা দিচ্ছেন। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার পরিস্থিতি এখন ভয়ঙ্কর। হেলিকপ্টার দিয়ে উঁচু থেকে জল ছরিয়েও নেভানো যায়নি আগুন। বরং হাওয়ার গতিতে ক্রমশই বাড়ছে আগুনের আঁচ। লেলিহান শিখায় পুড়ছে অস্ট্রেলিয়ার সুবিশাল অরণ্য।

0 Response to "জ্বলছে অস্ট্রেলিয়ার জঙ্গল, দাউদাউ আগুনে পুড়ছে প্রাণ, মিলল শিউরে ওঠার মতো ছবি"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads