
আটক ১ হাজার, শান্তি ফিরছে, বললেন অসমের পুলিশ প্রধান | বঙ্গ প্রতিদিন
Friday, December 13, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে অসম। ভাঙচুর, অগ্নিসংযোগ ও মৃত্যুর খবর এসেছে। এরই মধ্যে শুক্রবার অসম পুলিশের ডায়রেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহন্ত জানালেন, রাজ্যের নানা প্রান্ত থেকে ১ হাজার বিক্ষোভকারী আটক হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে। অসমে শান্তি ফিরছে। পরিস্থিতি যাতে ফের হাতের বাইরে না যায়, সেজন্য কড়া নজর রেখেছে পুলিশ।
তাঁর কথায়, “রাজ্যে শান্তি ফিরছে। শুক্রবার দিনটা আগের চেয়ে ভাল কেটেছে। আমরা চারদিকে কড়া নজর রাখছি। আমাদের টিম অক্লান্তভাবে কাজ করছে।” পরে তিনি বলেন, “এখন কঠিন সময়। কিন্তু আমরা সবরকম চেষ্টা করছি।”
অসম পুলিশের ডিজি বলেন, এখন জনজীবনে তেমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তাঁর কথায়, “শুক্রবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, বেশি কড়াকড়ি করার দরকার নেই। মানুষ বাড়ি থেকে বেরোচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জোগাড় করছেন।” পরে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট যোগাযোগ চালু হবে।
কয়েকদিন আগেই ডিজি পদে প্রমোশন পেয়েছেন ভাস্করজ্যোতি মহন্ত। তিনি বলেন, অসমে প্রথমে শান্তিপূর্ণ পথে প্রতিবাদ জানানো হচ্ছিল। পরে দুষ্কৃতীরা সেই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়েছে। তাঁর কথায়, “খারাপ লোকজন এই পরিস্থিতিটা উপভোগ করছে। তারা চাইছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।” তাঁর আশা, শনিবার পরিস্থিতির আরও উন্নতি হবে।
ডিজি জানান, ১ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে। ৬৫ জন গ্রেফতার হয়েছে। গোলমাল থামাতে গিয়ে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন। অন্য প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যু দুঃখজনক। তাঁর কথায়, “জনতা যদি আমাদের কথা না শোনে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তখন আমরা কঠিন পদক্ষেপ নিই।”
বৃহস্পতিবার অসমে পুলিশের গুলিতে তিন আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। গুয়াহাটির লাসিতনগরে গুলি চালানোয় মৃত্যু হয় দীপাজ্জ্বল দাসের। তিনি গুয়াহাটির সৈনিক ভবনের ক্যান্টিনের কর্মী। নিহত যুবকের বাড়ি অসমের ছয়গ্রামে।
গুয়াহাটিরই হাতিগাঁও এলাকার শঙ্করপথে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা টানা পাথর ছু়ড়তে শুরু করলে এক সময় গুলি চালায় পুলিশ। তাতে আরও এক আন্দোলনকারীর মৃত্যু হয়। তৃতীয় বার গুলি চালানো হয়েছে গুয়াহাটিরই বৈশিষ্ট্যের নতুন বাজারে। দ্বিতীয় ও তৃতীয় ঘটনায় মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত হয়, অসমের অন্তত ১০টি জেলায় আরও ৪৮ ঘণ্টা ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রাখা হবে। গুজব রুখতে বুধবার ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দিয়েছিল প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে উত্তপ্ত অসমে আইনশৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। গুয়াহাটির ইউনিফায়েড কমান্ডারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে ওদালগুড়ি, শোণিতপুর , ডিব্রুগড়, ডিমহাস-সহ বেশ কয়েকটি জেলার পুলিশ সুপারদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0 Response to "আটক ১ হাজার, শান্তি ফিরছে, বললেন অসমের পুলিশ প্রধান | বঙ্গ প্রতিদিন"
Post a Comment