
উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে, উলুবেড়িয়ায় ট্রেনের উপরে হামলা, বেলডাঙায় থানা ভাঙচুর | বঙ্গ প্রতিদিন
Saturday, December 14, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- নাগরিকত্ব আইন এই রাজ্যে কার্যকর হতে দেওয়া হবে না বলে শুক্রবারই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন। কিন্তু তারই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক অশান্তির খবর আসছে।
এদিন উলুবেড়িয়ার একদল মানুষ রেল অবরোধ করে। কিন্তু সেই অবরোধ কিছুটা পরেই হিংসাত্মক হয়ে ওঠে। অবরোধে দাঁড়িয়ে পড়া করমণ্ডল এক্সপ্রেসে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া শুরু হয়। রেলের অফিসের উপরও আক্রমণ হয়। কয়েকজন আহত হয়েছেন বলেও খবর মিলেছে। উলুবেড়িয়া স্টেশনে আটকে রয়েছে কাণ্ডারি এক্সপ্রেস। এছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস ও লোকল ট্রেন আটকে রয়েছে বিভিন্ন স্টেশনে। সব মিলিয়ে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া থেকে খড়্গপুর অংশে ট্রেন চলাচলা বিপর্যস্ত।
অন্য দিকে, মুর্শিদাবাদের বেলডাঙায় ক্রমশই উত্তাপ বাড়ছে। আন্দোলন ক্রমেই হয়ে উঠছে হিংসাত্মক। এদিন পথ অবরোধ দিয়ে যে বিক্ষোভ শুরু হয়েছিল তা ক্রমে মারমুখী হয়ে ওঠে। বেলডাঙা থানার উপরেও হামলা হয়েছে। বিক্ষোভ সামলাতে পুলিশ প্রথমে লাঠি চালায়। কিন্তু তাতে কাজ না হলে শূন্যে গুলি ছোড়ে পুলিশ।
0 Response to "উত্তাপ ছড়াচ্ছে রাজ্যে, উলুবেড়িয়ায় ট্রেনের উপরে হামলা, বেলডাঙায় থানা ভাঙচুর | বঙ্গ প্রতিদিন"
Post a Comment