-->
চিন ও আমেরিকার মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি, স্বস্তি আন্তর্জাতিক বাজারে | বঙ্গ প্রতিদিন

চিন ও আমেরিকার মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি, স্বস্তি আন্তর্জাতিক বাজারে | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-আমেরিকার সঙ্গে আমাদের ‘ফেজ ওয়ান’ অর্থাৎ প্রথম দফার বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপর ধীরে ধীরে শুল্ক কমিয়ে আনা হবে। শুক্রবার এমনই ঘোষণা করল চিন। এর ফলে স্বস্তি ফিরল আন্তর্জাতিক বাজারে। বিশ্বের প্রধান দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল নানা মহলে। তার প্রভাব পড়েছিল শেয়ার বাজারে।
চিনের উপ বাণিজ্যমন্ত্রী ওয়াং শোউয়েন এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের দুই দেশের প্রথম দফার বাণিজ্য ও অর্থনৈতিক চুক্তি নিয়ে ঐকমত্য হয়েছে।” শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, তাঁরা আর নতুন করে আমদানি শুল্ক বসাচ্ছেন না। চলতি সপ্তাহের শেষেই ওই শুল্ক বসানোর কথা ছিল। ট্রাম্পের কথায়, “প্রথম দফা বাণিজ্য চুক্তি সই হওয়ার জন্যই আমরা নতুন করে শুল্ক বসাচ্ছি না।” তবে এখন আমেরিকায় চিনা পণ্যের ওপরে যে শুল্ক বসানো আছে, তা কমানো হবে না। ট্রাম্প টুইট করে বলেন, চুক্তি হয়েছে বলে শুল্কের চালু হার পরিবর্তিত হবে না।

আমেরিকা প্রতি বছর ২৫ হাজার কোটি ডলারের চিনা পণ্য আমদানি করে। তার ওপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক নেয় আমেরিকা। কোনও কোনও বছর এর ওপরে আরও ১২ হাজার কোটি ডলারের পণ্য আমদানি হয়। তার ওপরে আমেরিকা সাড়ে সাত শতাংশ হারে সুদ নেয়

0 Response to "চিন ও আমেরিকার মধ্যে প্রথম দফা বাণিজ্য চুক্তি, স্বস্তি আন্তর্জাতিক বাজারে | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads