
নতুন বছরে নতুন পুলিশ জেলা রাজ্যে, বদলে গেল অনেক জেলার এসপি | বঙ্গ প্রতিদিন
Tuesday, December 31, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :বছরের শেষ দিনে বড়সড় রদবদল কলকাতা এবং রাজ্য পুলিশে। সেই সঙ্গে শুরু হয়ে গেল মুর্শিদাবাদ জেলা ভাগেরও প্রস্তুতি। মুর্শিদাবাদ জেলাকে দু’টি পুলিশ জেলায় ভাগ করে নিয়োগ করা হল দু’জন পুলিশ সুপারকে। আরও অনেক রদবদলের শেষ সকলকে ১ জানুয়ারি, বুধবার থেকে নতুন দায়িত্ব নিতে বলা হয়েছে।
১ জানুয়ারি থেকে মুর্শিদাবাদ জেলাকে মুর্শিদাবাদ সদর এবং জঙ্গিপুর পুলিশ জেলাতে ভাগ করে দু’টি পুলিশ সুপারের পদ তৈরি করা হল। জঙ্গিপুর পুলিশ জেলার দায়িত্বে আসছেন অভিষেক গুপ্ত এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার দায়িত্বে অজিত সিংহ যাদব। তবে তাঁদের উপরে থাকবেন মুকেশ কুমার। তিনি বর্তমানে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। তিনি পদোন্নতি পেলেন এবং ডিআইজি হিসাবে ওই জেলারই দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার বছরের শেষ দিনে রাজ্যের মোট ৫৮ জন আইপিএসের পদোন্নতি এবং বদলির নির্দেশ দিল নবান্ন থেকে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) পদে এলেন শুভঙ্কর সিনহা সরকার। তাঁর জায়গায় যুগ্ম কমিশনার (এসটিএফ)-এর দায়িত্বে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভি সলোমন নিশাকুমার। কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান এবং বর্তমানে আর্মড পুলিশের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠী গেলেন ডিআইজি (প্রেসিডেন্সি) রেঞ্জের দায়িত্বে। বদল হল আইজি (দক্ষিণবঙ্গ) পদেও। সঞ্জয় সিংহের জায়গায় আইজি (দক্ষিণবঙ্গ)-র দায়িত্ব সামলাবেন রাজীব মিশ্র। তিনি ছিলেন আইজি (পশ্চিমাঞ্চল)।
সাইবার অপরাধের জন্য সিআইডিতে তৈরি করা হল নতুন পদ ডিআইজি (সাইবার ক্রাইম)। সেই পদের দায়িত্ব পেলেন মিতেশ জৈন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি বাস্তব বৈদ্য হলেন আইজি (সিআইডি)।
0 Response to "নতুন বছরে নতুন পুলিশ জেলা রাজ্যে, বদলে গেল অনেক জেলার এসপি | বঙ্গ প্রতিদিন"
Post a Comment