
Breaking: ট্রেনের ভাড়া বাড়ছে, আজ রাত ১২টা থেকেই কার্যকর | বঙ্গ প্রতিদিন
Tuesday, December 31, 2019
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :জল্পনাই সত্যি হল। বাজেটের আগেই বেড়ে গেল ট্রেনের ভাড়া। রেলমন্ত্রক সূত্রে খবর ছিল চলতি বছরেই বেড়ে যাবে রেলের ভাড়া। সেই খবর সত্যি করে ২০১৯ সালের শেষ দিনেই বেড়ে গেল মেল এক্সপ্রেস ট্রেনের ভাড়া। রাত ১২টায় অর্থাৎ, ১ জানুয়ারি শুরু হতেই বাড়তি ভাড়া গুনতে হবে।
ট্রেন অনুসারে কিলোমিটার প্রতি ১ থেকে ৪ পয়সা হারে ভাড়া বাড়ছে। তবে এই বর্ধিত ভাড়া কার্যকর নয়। শহরতলির ট্রেনের প্রভাব পড়বে মান্থলি কোয়ার্টারের ক্ষেত্রেও। নন-এসি সাধারণ ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১ পয়সা করে। স্লিপার ক্লাস, ফার্স্ট ক্লাস সবেতেই বৃদ্ধির হার এক। নন-এসি মেল এক্সপ্রেস ট্রেনে সব শ্রেণিতেই ভাড়া বাড়ছে কিলোমিটার প্রতি ২ পয়সা। এসি ট্রেনের ক্ষেত্রে, এসি চেয়ার কার, টু টিয়ার, থ্রি টিয়ার, এসি ফার্স্ট ক্লাস–সবেতেই কিলোমিটার প্রতি ভাড়া বাড়ছে ৪ পয়সা।
পুরনো হারে জিএসটি নেবে রেল। এছাড়াও অন্যান্য সারচার্জ, রিজার্ভেশন ফি ইত্যাদির হার একই থাকছে। রেল জানিয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকেই নতুন হারে ভাড়া দিতে হবে। কাউন্টার বা অনলাইনে টিকিট কাটতে লাগবে বর্ধিত ভাড়া।
0 Response to "Breaking: ট্রেনের ভাড়া বাড়ছে, আজ রাত ১২টা থেকেই কার্যকর | বঙ্গ প্রতিদিন"
Post a Comment