-->
সুখবর দিল কেন্দ্র, প্যান-আধার যোগের সময় বাড়ল তিন মাস | বঙ্গ প্রতিদিন

সুখবর দিল কেন্দ্র, প্যান-আধার যোগের সময় বাড়ল তিন মাস | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :প্যান ও আধার সংযুক্তিকরণের দিন বাড়িয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। আধার কার্ডের সঙ্গে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সংযুক্ত করার শেষ দিন ছিল আজই অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০১৯। বিজ্ঞপ্তি দিয়ে সিবিডিটি জানিয়ে দিয়েছে, আগামী বছর মার্চ মাস পর্যন্ত তা সংযুক্ত করা যাবে।
সিবিডিটির টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের বদলে প্যান ও আধার সংযুক্তিকরণের দিন ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে।

গত বছর সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট বলেছিল, আধার হল সাংবিধানিক ভাবে স্বীকৃত। আয়কর দফতরের পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (প্যান) পাওয়ার ক্ষেত্রে ও আয়কর রিটার্ন জমা করার ক্ষেত্রে বায়োমেট্রিক পরিচয় আবশ্যিক।
২০১৭ সালের ১ জুলাই সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁদের প্যান ও আধার দুটিই আছে তাঁদের এটি সংযুক্ত করতেই হবে।

0 Response to "সুখবর দিল কেন্দ্র, প্যান-আধার যোগের সময় বাড়ল তিন মাস | বঙ্গ প্রতিদিন "

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads