‘২০-তে আসছে বলিউডের একডজন ব্লকবাস্টার, কপিল-আম্মার বায়োপিক-সহ চমক অনেক
Tuesday, December 31, 2019
 Comment 
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :বলিউডে এখন বায়োপিকের ট্রেন্ড। ২০২০তেও তাই একগুচ্ছ বায়োপিক আসতে চলেছে সিলভার স্ক্রিনে। কপিল দেব থেকে শুরু করে জয়ললিতা, সাইনা নেহওয়াল থেকে অ্যাসিড আক্রান্ত এবং সারভাইভার লক্ষ্মী আগরওয়াল, প্রথম ভারতীয় মহিলা এয়ার ফোর্স পাইলট গুঞ্জন সিং, ম্যাথ জিনিয়াস শকুন্তলা দেবী, সর্দার উধম সিং—–নতুন বছরে সকলেই আসছে বড়পর্দায়। তবে কেবল বায়োপিক নয়, আসছে আরও অনেক নতুন ছবি।
একঝলকে দেখে নিন কী কী ব্লকবাস্টার সিনেমা রিলিজ হতে চলেছে নতুন বছরে-
১। লাল সিং চাড্ডা- ১৯৯৪ সালে হলিউডে রিলিজ হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। এই ছবিরই হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। ইংরেজি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। সেই চরিত্রেই এবার অভিনয় করবেন আমির খান। আমির ছাড়াও এই ছবিতে রয়েছে করিনা কাপুর। এই নিয়ে তিন নম্বর ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আমির-করিনা জুটি। এর আগে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘তলাশ’ ছবিতে এই দুই অভিনেতাকে একসঙ্গে দেখা গিয়েছে। ২০২০ সালের ক্রিসমাসের সময় ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। কদিন আগেই রিলিজ হয়েছে ছবির পোস্টার। এখন ছবির ট্রেলর এবং টিজারের অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
২। তুফান- সাম্প্রতিক সময়ে নিজের সেরা অভিনয়টা ফারহান আখতার করেছেন অ্যাথলিট মিলখা সিংয়ের বায়োপিকে। ফের এক খেলোয়াড়ের চরিত্রেই পর্দায় ফিরছেন ফারহান। তবে এ বার রেসিং ট্র্যাক নয়, বক্সিং রিং কাঁপাবেন তিনি। ফারহান আখতারের নতুন ছবির নাম ‘তুফান’। সৌজন্যে ‘ভাগ মিলখা ভাগ’-এর পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরা। ২০২০ সালের ২ অক্টোবর রিলিজ হবে এই ছবি।
৩। ৮৩- বড়পর্দায় আসছে কপিল দেবের বায়োপিক। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয় এবং দলের অধিনায়ক হিসেবে কপিল দেবের জার্নিই তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালনায় কবীর খান। ১৯৮৩ সালের ২৫ জুন ভারতবাসীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিলেন এক পাঞ্জাবি তরুণ। কপিল দেব নিখাঞ্জ। তাঁর দুরন্ত সুইং বোলিং, জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১৭৫ নটআউট, সর্বোপরি তাঁর অধিনায়কত্ব। এই তরুণ অধিনায়কের নেতৃত্বেই গোরাদের দেশ থেকে কাপ ছিনিয়ে নিয়ে এসেছিল ভারত। সেলুলয়েডে ’৮৩ বিশ্বকাপের সেই জার্নিই এ বার তুলে ধরবেন পরিচালক কবীর খান। আর কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং। ১০ এপ্রিল মুক্তি পাবে ছবি।
৪। ছপক- মোলায়েম পেলব মেকআপ নয়, অ্যাসিডে ঝলসানো তামাটে চামড়া নিয়েই এবার পর্দায় আসছেন দীপিকা পাড়ুকোন। মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ ছবিতে অ্যাসিড অ্যাটাক সারভাইভার লক্ষ্মী আগরওয়ালের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। ইতিমধ্যেই ছবির ট্রেলর সাড়া জাগিয়েছে দর্শক মহলে। দীপিকার অভিনয় থেকে নিখুঁত এক্সপ্রেশন দেখে, অ্যাসিডের জ্বালাপোড়া যে কতটা ভয়ানক তা হয়তো আন্দাজ করতে পেরেছেন আমজনতা। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ রয়েছেন বিক্রান্ত মাসে।  ১০ জানুয়ারি রিলিজ হবে ছবি।
৫। তানাজি- ২০২০তেই রিলিজ হতে চলেছে অজয় দেবগণের ১০০ নম্বর ছবি ‘তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র’। মারাঠা বীর তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয়। তাঁর স্ত্রী সাবিত্রী মালুসারের চরিত্রে রয়েছেন কাজল। ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি। সিনেমায় তনাজি মালুসারের শত্রুপক্ষ উদয়ভান রাঠোরের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে। ছত্রপতি শিবাজীর ভূমিকায় রয়েছেন শরদ কেলকারকে। জীজামাতার ভূমিকায় অভিনেত্রী সাবিত্রী রাও। আর ঔরঙ্গজেবের ভূমিকায় থাকছেন অভিনেতা কেনি। এই তনাজি মালুসরে ছিলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তাঁর সাহসিকতার কথা আজও মারাঠিদের মুখে মুখে ঘোরে। এই তনাজি মালুসরের বীরগাথাই দেখানো হবে অজয় দেবগনের ১০০তম ছবি ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-এ।
৬। পাঙ্গা- একার জোরে বক্স অফিসে সিনেমা হিট করানোর ক্ষমতা রাখেন কঙ্গনা রানাওয়াত। নতুন বছরে দর্শকদের তিনি উপহার দেবেন ‘পাঙ্গা’ ছবিটি। একসময়ের জাতীয় দলের কবাডি খেলোয়াড় ছিলেন কঙ্গনা। কিন্তু বিয়ের পর আর পাঁচজন সাধারণ মেয়ের মতো সংসার নিয়েই ব্যস্ত হয়ে যান তিনি। তবে এক সন্তানের মা হয়েও পরিবারের অনুপ্রেরণাতেই ফের কবাডির মাঠে কামব্যাক করেন কঙ্গনা। আর এই নিয়েই এগোবে ছবির গল্প। রেলের টিকিট কাউন্টারে বসা থেকে কঙ্গনার ফের কবাডি খেলায় ফিরে যাওয়ার জার্নিই এই ছবির ইউএসপি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নীনা গুপ্তাকেও।
৭। থালাইভি- সিলভার স্ক্রিন থেকে রাজনীতির ময়দান, জয়ললিতার জীবনে ছিল রঙিন। পরতে পরতে ছিল ওঠানামার লড়াই। এবার আম্মার জীবনের সেইসব ঘটনাই বড় পর্দায় দেখবেন দর্শকরা। দক্ষিণী পরিচালক বিজয়ের হাত ধরে বিগ স্ক্রিনে রিলিজ হতে চলেছে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’। সেখানে জয়ললিতার ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। ২০২০ সালের ২৬ জুন রিলিজ হবে ‘থালাইভি’। কঙ্গনা ছাড়াও এই ছবিতে থাকছেন দক্ষিণী অভিনেতা অরবিন্দ স্বামী।
৮। ব্রহ্মাস্ত্র- ২০২০ সালের মাল্টিস্টারার ছবির মধ্যে বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ অন্যতম। অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর রয়েছেন এই ছবিতে। নতুন বছর মে মাসে রিলিজ হবে এই ছবি।
৯। গুলাবো সীতাবো- সুজিত সরকারের এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানা। মূলত এটি কমেডি ফিল্ম বলেই জানা গিয়েছে। ২০১২ সালে সুজিত সরকারের সঙ্গেই ভিকি ডোনার সিনেমা ছিল আয়ুষ্মানের বলিউডে ডেবিউ প্রজেক্ট। অমিতাভ বচ্চনও সুজিতের সঙ্গে ‘পিকু’ এবং ‘পিঙ্ক’ সিনেমায় কাজ করেছেন। এবার একসঙ্গে দেখা যাবে বলিউডের এই তিন মহারথীকে।
১০। গুল মকাই – শান্তির জন্য নোবেল পেয়েছিলেন মালাল ইউসুফজাই। গোটা বিশ্ব তাঁকে একডাকে চেনে। এবার বড়পর্দায় আসছে মালালার বায়োপিক ‘গুল মকাই’। ৩১ জানুয়ারি মুক্তি পাবে এই ছবিটি।
১১। ভুলভুলাইয়া ২- বড় পর্দায় প্রিয়দর্শনের ছবি মানেই দমফাটা হাসির চিত্রনাট্য। গল্পের মোড়কে দর্শকদের পেটে খিল ধরতে বাধ্য। এমনই এক হরর কমেডি নিয়ে ২০০৭ সালে সিলভার স্ক্রিন কাঁপিয়েছিল প্রিয়দর্শনের ছবি ‘ভুলভুলাইয়া’। রিলিজ হতে চলেছে সেই সিনেমার সিক্যুয়েল। প্রথম ছবিতে অক্ষয় কুমারের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। কমেডি থেকে সিরিয়াস সিন, সবেতেই আক্কি ছিলেন সপ্রতিভ। এ বার সেই চরিত্রে অভিনয় করতে চলেছেন কার্তিক আরিয়ান। বয়সে তরুণ হলেও অভিনয়ের জন্য ইতিমধ্যেই সিনে দুনিয়ায় ছাপ ফেলেছেন কার্তিক। কমেডি চরিত্রেও বেশ সাবলীল তিনি। তাই এ বার ‘ভুলভুলাইয়া-২’ এর সাফল্যের ভার কার্তিকের কাঁধেই দিয়েছে প্রযোজনা সংস্থা টি-সিরিজ। ২০২০ সালের ৩১ জুলাই রিলিজ হবে ছবি। ১২ বছর আগে বক্স অফিসে ব্যাপক ভাবে হিট হয়েছিল অক্ষয় কুমারের ‘ভুলভুলাইয়া’। জনপ্রিয়তা পেয়েছিল তাঁর চরিত্রও। এ বার সেই চরিত্র নিজের অভিনয় দিয়ে কার্তিক কতটা ফুটিয়ে তুলতে পারেন সে দিকেই নজর রয়েছে দর্শকদের।
১২। গুঞ্জন সাক্সেনা- কারগিল যুদ্ধের সময় ভারতীয় বায়ুসেনার অফিসার গুঞ্জন সাক্সেনা প্রাণ বাঁচিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে থাকা বহু সৈনিকের। তাঁর জীবন নিয়েই আসছে বায়োপিক। গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী কাপুর। ১৩ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।

0 Response to "‘২০-তে আসছে বলিউডের একডজন ব্লকবাস্টার, কপিল-আম্মার বায়োপিক-সহ চমক অনেক"
Post a Comment