-->
খাস কলকাতায় স্পা সেন্টারের আড়ালে মধুচক্র! টেলি অভিনেতা-সহ গ্রেফতার ১৬

খাস কলকাতায় স্পা সেন্টারের আড়ালে মধুচক্র! টেলি অভিনেতা-সহ গ্রেফতার ১৬





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-খাস কলকাতায় ঝাঁ চকচকে স্পা সেন্টারের আড়ালে রমরমিয়ে চলছিল মধুচক্র। দুটি স্পা সেন্টারে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। দু’জায়গা থেকেই বেশ কয়েকজন তরুণীকে উদ্ধার করা হয়েছে বলে খবর। এসটিএফ জানিয়েছে, গোপন সূত্রে এই স্পা সেন্টারের আড়ালে যে মধুচক্র চলছে সে খবর অনেক আগে থেকেই ছিল তাদের কাছে। বেশ কয়েকদিন ধরেই ওই স্পা পার্লারের উপর নজর রাখছিলেন এসটিএফ অফিসাররা। শনিবার গভীর রাতে সেখানে হানা দিয়েই ১৬ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্রেতা হিসেবেই সেখানে এসেছিলেন ধৃত টেলি অভিনেতা।

জানা গিয়েছে, গতকাল রাতে টালিগঞ্জ ও তালতলা থানা এলাকায় দুটি স্পা সেন্টারে যৌথ ভাবে অভিযান চালায় কলকাতা পুলিসের এসটিএফ ও গোয়েন্দা বিভাগ। রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদওয়াই রোডের ওই স্পা দুটিতে মধুচক্র চলছে এ খবর আগেই জানত পুলিশ। প্রথমে হানা দেওয়া হয় রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা সেন্টারে। সেখানে থেকেই গ্রেফতার হন ওই টেলিভশন অভিনেতা। স্পা সেন্টারটির মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, খদ্দের-সহ মোট ১১ জনকে এখান থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৭ জন ক্রেতা হিসেবে গিয়েছিলেন। এদের মধ্যেই ছিলেন ওই অভিনেতা। রাসবিহারীর ওই স্পা সেন্টার থেকে ৮ জন তরুণীকেও উদ্ধার করেছে পুলিস। তাঁদের সবাইকেই হোমে পাঠানো হয়েছে।

এরপর এসটিএফ এবং গোয়েন্দা বিভাগ হানা দেয় রফি আহমেদ কিদওয়াই রোডের স্পা সেন্টারে। সেখান থেকে গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন ক্রেতা হিসেবে ওই স্পা সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। এখান থেকেও ৭ জন তরুণীকে উদ্ধার করে তাঁদের হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। খোদ কলকাতার বুকে স্পা সেন্টারের আড়ালে এভাবে মধুচক্রের ব্যবসা ফেঁদে বসার আড়ালে মাথা হিসেবে কারা রয়েছে এখন তাদের খোঁজ করছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে উদ্ধার করা তরুণীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


0 Response to "খাস কলকাতায় স্পা সেন্টারের আড়ালে মধুচক্র! টেলি অভিনেতা-সহ গ্রেফতার ১৬"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads