কলকাতায় দোতলা বাস চালু হল, পুজোর আগেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- কলকাতার পুরনো স্মৃতি ফিরিয়ে ডবল ডেকার বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আগেই শহরে নতুন এই পরিষেবা চলে এল।
জানা গেছে, দিনে দুবার এই বাস চলবে শহরে, সকাল সাড়ে ১০টা এবং সকাল সাড়ে ১১টা। অনলাইনে টিকিট বুক করতে হবে, আপাতত সীমিত সংখ্যক যাত্রী চড়তে পারবেন। বাসের মধ্যে বিভিন্ন জেলার লোকশিল্পীরা থাকবেন যাত্রীদের আনন্দ দেওয়ার জন্য। মুখ্যমন্ত্রী ছাড়াও বাসের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন উপস্থিতি ছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। নবান্নের সামনেই উদ্বোধন করা হয় দোতলা বাসের।
সরকারি বিজ্ঞপ্তিতে জানা গেছে, কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যবাহী অচেনা স্থানগুলিকে জনমুখী করে তোলার উদ্দেশে ডাবল ডেকার বাস পরিষেবা শুরু হল। কলকাতা ভ্রমণসূচিতে থাকছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, সেন্ট জন্স চার্চ, জিপিও, ডালহৌসি, কার্জন পার্ক, টাউন হল, ইডেন গার্ডেন্স, লালদিঘি, প্রিন্সেপ ঘাট, বাবুঘাটের মতো জায়গাগুলি।
বাসের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রী আরও বলেন, কলকাতা থেকে লন্ডনে সরাসরি উড়ান-পরিষেবা চালু করার ব্যাপারেও তিনি উদ্যোগী হয়েছেন। তিনি জানিয়েছেন, বিমান মন্ত্রককে অনুরোধ করা হবে বিমানের সংখ্যা বাড়াতে এবং তা সরাসরি করতে। এ বিষয়ে প্রাক্তন মুখ্যসচিব আগেই অ্যাভিয়েশনকে চিঠি লিখেছিলেন এ বিষয়ে।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী এ-ও বলেন, দুর্গাপুজোয় সর্বোচ্চ ২০০ জনকে নিয়ে অনুষ্ঠান বা জমায়েত করা যাবে। তার বেশি অনুমতি দেওয়া হবে না। তবে মণ্ডপ খোলামেলা
0 Response to "কলকাতায় দোতলা বাস চালু হল, পুজোর আগেই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী"
Post a Comment