-->
মোস্ট ওয়ান্টেডদের সঙ্গে ক্ষুদিরাম বসুর ছবি! ‘অভয়-২’ ওয়েব সিরিজ নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়ায় | বঙ্গ প্রতিদিন

মোস্ট ওয়ান্টেডদের সঙ্গে ক্ষুদিরাম বসুর ছবি! ‘অভয়-২’ ওয়েব সিরিজ নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়ায় | বঙ্গ প্রতিদিন





বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- থানার দেওয়ালে টাঙানো রয়েছে দাগী অপরাধীদের ছবি। আর সেই বোর্ডেই ঠাঁই হয়েছে বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর!
শুনে আঁতকে উঠলেও ঠিক এমনটাই হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে সদ্য রিলিজ হয়েছে ওয়েব সিরিজ ‘অভয়-২’। কুনাল খেমু, রাম কাপুর, চাঙ্কি পাণ্ডে অভিনীত এই ওয়েব সিরিজের একটি এপিসোডের এক দৃশ্যে দেখা গিয়েছে থানার ক্রিমিনাল রেকর্ডের বোর্ডে ‘জ্বলজ্বল’ করছে ক্ষুদিরাম বসুর ছবি।
স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ শহিদ ছিলেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৮ বছরেই বরণ করে নিয়েছিলেন মৃত্যুকে। ফাঁসিকাঠে ওঠার আগে একবারও বুক কাঁপেনি তাঁর। বরং দেশমাতৃকার জন্য বীরদর্পে শহিদ হয়েছিলেন তিনি। কালঘাম ছুটিয়ে দিয়েছিলেন ইংরেজদের। সদ্যই ১১ অগস্ট ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন হয়েছে দেশজুড়ে। এত কিছুর মধ্যে সেই ক্ষুদিরাম বসুই নাকি স্থান পেয়েছেন মোস্ট ওয়ান্টেডদের তালিকায়!
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ঝড় বইছে রবিবার সকাল থেকেই। ফুঁসে উঠেছেন বাঙালিরা। বেলা গড়াতে জানা গিয়েছে, এই ওয়েব সিরিজের পরিচালক নিজে একজন বাঙালি। মুম্বই নিবাসী কেন ঘোষ (ken ghosh)। বঙ্গসন্তান হয়েও তিনি কী ভাবে শহিদ ক্ষুদিরামের এমন অপমান করলেন সেটাই বুঝতে পারছেন না কেউ। নেট দুনিয়ায় ইতিমধ্যেই কার্যত তুলোধনা করা হয়েছে পরিচালককে। নেটিজেনদের একাংশ বলছেন, “এই দায় গোটা ইউনিটের। এত বড় শ্যুটিং ইউনিটে কলাকুশলী থেকে শুরু করে বাকি সকলের চোখে কী ভাবে এটা এড়িয়ে গেল? কই দর্শকদের নজর তো এড়ায়নি?”। নেটিজেনদের একটা বড় অংশের অভিযোগ এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কেউবা বলছেন ইউনিটের ‘দায়সারা’ আচরণ। আর সবচেয়ে বেশি ক্ষোভ এই কারণেই যে পরিচালক নিজে বাঙালি হয়ে কী ভাবে এমনটা করলেন!
এ হেন কাণ্ডের পর জি ফাইভ কর্তৃপক্ষ এবং এবং পরিচালক যাতে নিঃশর্ত ক্ষমা চান সেই দাবিতে গর্জে উঠেছিলেন বঙ্গ নেটিজেনরা। ওটিটি প্ল্যাটফর্ম এবং পরিচালকের তরফে ইতিমধ্যেই বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই অংশে ক্ষুদিরাম বসুর ছবি ব্লার করে দেওয়া হয়েছে। নিজেদের বিবৃতিতে জি ফাইভ কর্তৃপক্ষ জানিয়েছে, “দর্শকদের আবেগ-অনুভূতিতে আঘাত দেওয়া কখনই ইউনিটের উদ্দেশ্য নয়। দর্শকদের সম্মানার্থে এবং তাঁদের ফিডব্যাক পেয়ে নির্দিষ্ট অংশের ছবি ব্লার করে দেওয়া হয়েছে।”
যদিও নেটিজেনদের অনেকেরই অভিযোগ যে দায়সারা ভাবেই ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। আর যতই যাই হোক না কেন এমন অপরাধ ক্ষমার অযোগ্য।

0 Response to "মোস্ট ওয়ান্টেডদের সঙ্গে ক্ষুদিরাম বসুর ছবি! ‘অভয়-২’ ওয়েব সিরিজ নিয়ে তুলকালাম সোশ্যাল মিডিয়ায় | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads