BREAKING: চেতন চৌহান প্রয়াত, করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার | বঙ্গ প্রতিদিন
Sunday, August 16, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্কগত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা যোগী মন্ত্রিসভার সদস্য চেতন চৌহান। তাঁর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। গতকাল ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। রবিবার মৃত্যু হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ায় মৃত্যু হয়েছে চেতন চৌহানের।
জুলাই মাসে করোনা আক্রান্ত হওয়ার পরে প্রথমে উত্তরপ্রদেশের লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল চেতন চৌহানকে। সেখানে শারীরিক অবস্থার উন্নতি তো হয়নি, বরং আরও অবনতি হয় তাঁর। তারপর তাঁকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার রক্তচাপের সমস্যা ও কিডনির সমস্যা দেখা যায় চেতন চৌহানের। তারপরেই চিকিৎসকরা সিদ্ধান্ত নেন, ভেন্টিলেশনে রাখা হবে এই প্রাক্তন ক্রিকেটারকে। তাঁর দিকে নজর দেওয়ার জন্য একটা মেডিক্যাল টিম গঠন করা হয়। তাঁরাই নজর রাখছিলেন চেতন চৌহানের দিকে। কিন্তু রবিবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। তাই অনেক চেষ্টাতেও তাঁকে বাঁচানো যায়নি। মৃত্যু হয় চেতন চৌহানের।
৭২ বছরের চেতন চৌহানের রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষা করে দেখা হয়। তাঁদেরও করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে খবর। যোগী মন্ত্রিসভায় সৈনিক কল্যাণ, হোমগার্ড, পিআরডি ও সিভিল সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব সামলাতেন এই প্রাক্তন ক্রিকেটার।
১৯৬৯ থেকে ১৯৭৮ সালের মধ্যে ৪০টি টেস্ট খেলেছিলেন চেতন চৌহান। ৩১.৫৭ গড় নিয়ে ২০৮৪ রান রয়েছে তাঁর। যদিও কোনও সেঞ্চুরি তিনি করেননি। ৯৭ তাঁর সর্বাধিক রান। সাতটি একদিনের ম্যাচও খেলেছিলেন তিনি। ১৫৩ রান করেছিলেন।
সুনীল গাভাসকারের সঙ্গে এক শক্তিশালী ওপেনিং জুটি গড়ে তুলেছিলেন চেতন চৌহান। তাঁদের জুটিতে টেস্ট ক্রিকেটে ৩০০০-এর উপর রান রয়েছে। তার মধ্যে ১০টি সেঞ্চুরি পার্টনারশিপও রয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও প্রচুর রান রয়েছে তাঁর। খেলা ছাড়ার পরেই রাজনীতিতে যোগ দেন এই ক্রিকেটার। ১৯৮১ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় এই প্রাক্তন ক্রিকেটারকে।
0 Response to "BREAKING: চেতন চৌহান প্রয়াত, করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার | বঙ্গ প্রতিদিন "
Post a Comment