-->
BREAKING: সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন | বঙ্গ প্রতিদিন

BREAKING: সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-সোমবার সকালে আগুন লাগার ঘটনা ঘটল সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে। অ্যানেক্স বিল্ডিংয়ের সাত তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন।
এদিন সকালে অ্যানেক্স বিল্ডিং থেকে ধোঁইয়া বের হতে দেখেন সংসদের নিরাপত্তাকর্মীরা। তাঁরাই খবর দেন দমকলকে। দ্রুত আগুন দাউদাউ আকার নেয়। তবে সকাল সাড়ে আটটা নাগাদ দমকলের তরফে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।
সেই মার্চ মাস থেকেই করোনা সংক্রমণের কারণে সংসদের দুই কক্ষ ও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত রয়েছে। জনতা কার্ফুর ক’দিন আগে থেকেই সংসদ অধিবেশন বন্ধ হয়ে যায়। ২২ মার্চ ছিল জনতা কার্ফু। নির্ধারিত ছিল ২৩ মার্চ হবে বাজেট অধিবেশনের আলোচনা। কিন্তু তাও মুলতুবি করে দেওয়া হয়।
সেপ্টেম্বর মাসের মধ্যে সংসদের বাদল অধিবেশন শুরু করতেই হবে। কারণ নিয়মানুযায়ী দুই অধিবেশনের মাঝে কখনওই ছমাসের বেশি ফাঁক রাখা যায় না। কিন্তু কী ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অধিবেশন হবে সে ব্যাপারেই এখন চিন্তা ভাবনা চলছে সরকারে। এর মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল সংসদে।

0 Response to "BREAKING: সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads