উত্তরবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ, দক্ষিণে কলকাতার গায়ে গায়ে উত্তর ২৪ পরগনা | বঙ্গ প্রতিদিন
Monday, August 17, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ৫৬৩ জন। আর উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৬০ জন। পাশাপাশি দুই জেলায় যেন পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। রবিবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, একদিনে রাজ্যে আক্রান্ত মোট ৩,০৬৬ জন। এর মধ্যে কলকাতা আর উত্তর ২৪ পরগনাতেই নতুন আক্রান্ত ১,১৬৩ জন। এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে কলকাতায় ১৩ জন। উত্তর ২৪ পরগনায় ১০ জন।
দক্ষিণবঙ্গে কলকাতা আর উত্তর ২৪ পরগনা যেমন একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছে তেমন উত্তরে পাল্লা চলছে দুই দিনাজপুরের মধ্যে। এদিন উত্তর দিনাজপুরে নতুন আক্রান্ত ১২৮ জন। দক্ষিণ দিনাজপুরে ১৮৫ জন। কম যাচ্ছে না মালদাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৫ জন। এছাড়াও আলিপুরদুয়ারে ২০, কোচবিহারে ৭৭, দার্জিলিংয়ে ৭৩, কালিম্পংয়ে ১৩, জলপাইগুড়িতে ৩৫ জন নতুন আক্রান্ত।
দক্ষিণে এদিন হাওড়ায় আক্রান্ত ১৭৯ জন। এর থেকে এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা। আক্রান্ত ২১১ জন। হুগলিতে ১৭৯ জন। তবে পশ্চিমের তুলনায় অনেকটাই বেশি নতুন আক্রান্ত পূর্ব মেদিনীপুরে। আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬২ ও ২২২। দুই বর্ধমানের ক্ষেত্রে আবার এগিয়ে পশ্চিম। পূর্বে নতুন আক্রান্ত ৬৪ আর পশ্চিমে ১৪৭ জন।
স্বাস্থ্য ভবনের রবিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্ত ১,১৬,৪৯৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮৬,৭৭১ জন। এখনও অ্যাক্টিভ রোগী ২৭,২৯৯ জন। সুস্থতার হার ৭৪.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২,২৮৬টি।
0 Response to "উত্তরবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ, দক্ষিণে কলকাতার গায়ে গায়ে উত্তর ২৪ পরগনা | বঙ্গ প্রতিদিন"
Post a Comment