-->
কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো, অশ্বডিম্ব বললেন মমতা, কেন তার ব্যাখ্যাও দিলেন মুখ্যমন্ত্রী | বঙ্গ প্রতিদিন

কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো, অশ্বডিম্ব বললেন মমতা, কেন তার ব্যাখ্যাও দিলেন মুখ্যমন্ত্রী | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল:-কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের প্রস্তাবিত ২০ লক্ষ কোটি টাকার ‘আত্মনির্ভর’ আর্থিক প্যাকেজকে ‘বিগ জিরো’ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মনির্ভর প্রকল্পের প্রথম পর্যায় আজ সবিস্তারে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পর পরই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেন, “সবাই ভেবেছিল, রাজ্যগুলি হয়তো কিছু পাবে। কিন্তু শেষপর্যন্ত অশ্বডিম্ব প্রসব করল। দশ হাজার কোটি টাকা বাদ দিলে দেখবেন টোটালটাই বিগ জিরো।”
    কোন দশ হাজার কোটি টাকা সেই ব্যাখ্যা মমতা দেননি। তবে তিনি যখন ভিডিও কনফারেন্সিংয়ে সাংবাদিক বৈঠক করছিলেন তখন অর্থমন্ত্রী অমিত মিত্রকেও সেই ভিডিও কলে জুড়ে নেন। তার পর অমিতবাবু আবার বলেন, ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নয়, এটা মাত্র জিডিপি-র ২ শতাংশ। অর্থাৎ ৪.২ লক্ষ কোটি টাকার প্যাকেজ।
    অর্থমন্ত্রী সে কথা বলার পরই মুখ্যমন্ত্রী আবারও বলেন, “মন্দা শুরু হয়ে গিয়েছে। কিন্তু সামাজিক প্রকল্পে খরচ বাড়ানো, কোভিড মোকাবিলায় রাজ্যকে সাহায্য করার জন্য টাকা দেওয়া, টাকা ট্রান্সফার—কিছুই বলল না কেন্দ্র। এই দুর্যোগের সময়েও মানুষকে ধোঁকা ও ভাঁওতা দেওয়া হয়েছে”।

    আরও পড়ুন: ১৭ মে পর্যন্ত ইন্টারনেট বন্ধ হুগলির ১১ থানা এলাকায়, সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে সিদ্ধান্ত প্রশাসনের | বঙ্গ প্রতিদিন

    এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কৃষি ঋণে কোনও ছাড় দেওয়া হয়নি। আমরা যে এফআরবিএম-এর লিমিট ৫ শতাংশ করার দাবি জানিয়েছিলাম, তাও মানা হয়নি। শূন্য থালি নিয়ে কি মানুষের পেট ভরবে!
    এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং উদ্যোগের (এমএসএমই) জন্য ৩ লক্ষ কোটি টাকা ঋণের সংস্থান করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এমএস‌এম‌ই আগামি দিনে থাকবে কি না আমি জানি না। এটা আই ওয়াশ।”
    রাজ্য বিজেপি নেতা মুকুল রায় মুখ্যমন্ত্রীর এই প্রতিক্রিয়া শুনে বলেছেন, “বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলছেন, বিগ জিরো আর অর্থমন্ত্রী বলছেন ৪.২ লক্ষ কোটি টাকার প্যাকেজ। তা হলেই ভাবুন!” তাঁর কথায়, মমতা ও অমিত মিত্রকে বুঝতে হবে কয়েক কিস্তিতে এই ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হবে। সেক্টর ধরে ধরে ঘোষণা হবে। যেমন আজ, এমএসএমই, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা তথা ডিসকম, রিয়েল এস্টেট, নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কোম্পানির জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বেতনভুক কর্মচারীদের পিএফ-এ ছাড় ও পেশাদারদের উৎস্যমূল কেটে নেওয়া করে ছাড় দেওয়া হয়েছে। প্রথম দিনের ঘোষণা দেখেই যদি অমিতবাবুর মনে হয় ৪.২ লক্ষ কোটি টাকার প্যাকেজ, তা হলে তো ভাল কথা। এখনও অনেক কিস্তি ঘোষণা বাকি। ওঁদের তাই বলছি, অসহিষ্ণু না হয়ে সবুর করুন।

0 Response to "কেন্দ্রের প্যাকেজকে বিগ জিরো, অশ্বডিম্ব বললেন মমতা, কেন তার ব্যাখ্যাও দিলেন মুখ্যমন্ত্রী | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads