সুস্থ হয়ে ফুলেশ্বরের হাসপাতাল থেকে বাড়িতে মা-ছেলে,করোনা নিয়ে ভর্তির পরে সন্তানের জন্ম | বঙ্গ প্রতিদিন
Saturday, May 2, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-সন্তানের জন্মের কয়েক দিন আগে করোনা পজিটিভ নিয়ে হাওড়ার ফুলেশ্বরের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেলিলিয়াস রোডের এক বাসিন্দা। সেখানেই সন্তানের জন্ম দেন। অনেক আশঙ্কাই ছিল। তবে পরপর দু’বার মা ও সন্তানের করোনা নেগেটিভ রিপোর্ট আসার পরে তাঁরা ছাড়া পেলেন হাসপাতাল থেকে।
ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল থেকে করোনমুক্ত হয়ে সদ্যজাতকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা। শুক্রবার বিকেলে শিশু সন্তানকে নিয়ে তিনি বাড়ি ফেরার সময় হাসপাতালে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলা ও স্থানীয় বিধায়ক বিধায়ক পুলক রায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে গত ১৩ এপ্রিল করোনা পজিটিভ হওয়ায় ওই মহিলাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২০ এপ্রিল তিনি একটি পুত্রসন্তান প্রসব করেন। তাঁদের দু’জনেরই করোনা সংক্রমণ আছে কিনা তা একাধিক বার পরীক্ষা করা হয়। দুজনের রিপোর্ট নেগেটিভ আসার পরে শুক্রবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে ১১ এপ্রিল ওই মহিলার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরের দিনই রিপোর্ট এলে জানা যায় যে তাঁর শরীরে করোনা সংক্রমণ রয়েছে। ১৩ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর গর্ভস্থ শিশুও সংক্রামিত কিনা তা নিয়ে আশঙ্কা ছিল।
হাসপাতালে করোনার চিকিৎসা চলাকালীনই ২০ এপ্রিল সন্ধ্যা সাতটা নাগাদ তাঁর প্রসবযন্ত্রণা শুরু হয়। সেই দিনই সাত আটটা দু’ মিনিটে তিনি স্বাভাবিক ভাবে একটি পুত্রসন্তানের জন্ম দেন। ২৫ এপ্রিল ফের তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২৭ এপ্রিল রিপোর্ট আসে নেগেটিভ। ওই একই দিনে তাঁর সদ্যোজাত সন্তানেরও নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্টও নেগেটিভ আসে।
গত ২৮ এপ্রিল আবার নতুন করে নমুনা সংগ্রহ করা হয় মা ও সদ্যোজাত সন্তানের। ৩০ এপ্রিল দ্বিতীয় বারের জন্য উভয়ের রিপোর্টই নেগেটিভ আসে। তখনই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
0 Response to "সুস্থ হয়ে ফুলেশ্বরের হাসপাতাল থেকে বাড়িতে মা-ছেলে,করোনা নিয়ে ভর্তির পরে সন্তানের জন্ম | বঙ্গ প্রতিদিন"
Post a Comment