রাহুলকে পরামর্শ রঘুরাম রাজন: ‘এই সংকটে গরিবদের সাহায্য করতে ৬৫ হাজার কোটি টাকা লাগতে পারে’ | বঙ্গ প্রতিদিন
Thursday, April 30, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাসের সংক্রমণ দেশের পরিযায়ী শ্রমিক, প্রান্তিক মানুষ ও গরিবদের যে বিপদে ঠেলে দিয়েছে, সেই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করতে কমবেশি ৬৫ হাজার কোটি টাকা লাগতে পারে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তথা অর্থনীতিবিদ রঘুরাম রাজন। সম্প্রতি তাঁর সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আলোচনা করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই আলোচনাতেই রাহুলের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক রঘুরাম গোবিন্দরাজন।
কোভিড সংক্রমণ মোকাবিলা করতে গিয়ে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যখন যথেষ্টই চাপ অনুভব করছে, তখন সর্বভারতীয় স্তরে অন্যতম বিরোধী দলের নেতা হিসাবে রাহুলের এখনও পর্যন্ত ভূমিকা তাৎপর্যপূর্ণ। দৃশ্যতই গঠনমূলক বিরোধিতার অবস্থান নিয়ে চলছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। কখনও কেন্দ্রের বিতর্কিত পদক্ষেপের সমালোচনা করছেন, কখনও ভাল কাজের প্রশংসা করছেন। আবার কখনও বা সরকারকে পরামর্শ দিচ্ছেন। সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ করলে বিলন্ব করছেন না সাধুবাদ জানাতে। সংকটের পরিস্থিতিতে এহেন দায়িত্বশীল বিরোধিতার নজির হালফিলের রাজনীতিতে বিশেষ দেখা যায়নি বলেও অনেকের মত।
আরও পড়ুন- সেরে উঠেছেন আট হাজারের বেশি,দেশে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৭১৮ | বঙ্গ প্রতিদিন
রাহুল এ বার আরও এক পা এগিয়েছেন। এই সংকট থেকে দেশকে বের করে আনতে কী ধরনের দর্শন ও দিশা নিয়ে এগোতে হবে সে ব্যাপারে আলোচনা শুরু করেছেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে। রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনের সঙ্গে আলোচনার উদ্দেশ্যও তাই। বুধবার সেই আলোচনার ছোট্ট একটি প্রোমো ক্লিপিং কংগ্রেস প্রকাশ করেছে। পুরো আলোচনাটি সোশাল মিডিয়ায় প্রকাশিত হবে কাল বৃহস্পতিবার রাত ৯ টায়।
As #Covid_19 looms large, Shri Rahul Gandhi initiates a set of Dialogues for kaying down the path.Pl watch Shri @RahulGandhi in conversation with Dr. Raghuram Rajan at 9 AM on 30th April, 2020 at @INCIndia & other Social Media handles of Congress.The curtain raiser pic.twitter.com/fq641ATKON— Randeep Singh Surjewala (@rssurjewala) April 29, 2020
ওই ২ মিনিটের ক্লিপিংয়ের রাহুলকে প্রশ্ন করতে দেখা গিয়েছে, চলতি সংকটের পরিস্থিতিতে গরিবদের সাহায্য করতে কত টাকা লাগতে পারে। তার জবাবেই কমবেশি ৬৫ হাজার কোটি টাকার হিসেব দিয়েছেন রঘুরাম। সন্দেহ নেই, সরকারকেই এ ব্যাপারে পা ফেলার কথা বলতে চেয়েছেন তাঁরা।
এখন প্রশ্ন উঠতে পারে ইতিমধ্যেই তো ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই ব্যাখ্যা এদিনের ক্লিপিংয়ে নেই। বৃহস্পতিবার গোটা আলোচনাটি প্রকাশিত হলে তার জবাব পাওয়া যেতে পারে।
তবে এদিনের ভিডিওতে রঘুরামকে বলতে শোনা গিয়েছে যে, লকডাউন চালিয়ে যাওয়াটাই সমস্যার সমাধান নয়। সরকারে অর্থনৈতিক পদক্ষেপও করতে হবে। তিনি এও বলেছেন, চলতি সংকট বহু ক্ষেত্রে ভারতের সামনে সুযোগ এনে দিতে পারে। তা কাজে লাগাতে হবে। সব চেয়ে বড় কথা হল, দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ, গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির হার ক্রমশ নিম্নগামী।
রাহুলের এই ভিডিও সিরিজ দেখে অনেকেই আন্দাজ করতে শুরু করেছেন যে কংগ্রেস সভাপতি পদে রাহুলের প্রত্যাবর্তনের প্রস্তুতি বুঝি শুরু হয়ে গেল। তবে দলীয় তরফে কংগ্রেস এখনও তেমন কোনও ইঙ্গিত দেয়নি।
0 Response to "রাহুলকে পরামর্শ রঘুরাম রাজন: ‘এই সংকটে গরিবদের সাহায্য করতে ৬৫ হাজার কোটি টাকা লাগতে পারে’ | বঙ্গ প্রতিদিন "
Post a Comment