সেরে উঠেছেন আট হাজারের বেশি,দেশে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৭১৮ | বঙ্গ প্রতিদিন
Thursday, April 30, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-দেশে দ্বিতীয় দফায় লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে ৩ মে। তবে ৩ মে-র পরেই লকডাউন যে পুরোপুরি উঠছে না, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্রমিতের সংখ্যা বাড়ছে দেশে, মে মাসের পর থেকে অগস্ট অবধি আক্রান্তের সংখ্যা রেকর্ড সীমায় পৌঁছতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছিল কেন্দ্রের পরিসংখ্যানে। এর মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩,০৫০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকাল ৮টার বুলেটিন অনুযায়ী দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ২৩,৬৫১। বুধবার সকাল ৮টা অবধি করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩১,৩৩২। আজ সেটাই ৩৩ হাজারের গণ্ডি পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ১৭১৮ জন।
বুধবারই দেশে মৃতের সংখ্যা ছাড়িয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৭ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১০৭৪। তবে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও কম নয়। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, আজ অবধি মোট ৮৩২৪ জন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।
করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশই উর্ধ্বমুখী মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুও। সংক্রমিত ৯৯১৫, মৃতের সংখ্যা ৪৩২। মহারাষ্ট্রের পরেই মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। সে রাজ্যে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। আক্রান্ত ৪০৮২। দিল্লিতে করোনা পজিটিভ বেড়ে হয়েছে ৩৪৩৯। রাজধানীতে এখনও অবধি মৃত্যু হয়েছে ৫৬ জনের। করোনা সংক্রমণের নিরিখে এগিয়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানও। দুই রাজ্যে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২৫৬১ ও ২৪৩৮।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বৃহস্পতিবার সকালে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৮। গতকাল ২৯ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ছিল ৭২৫। মৃত্যু হয়েছে ২২ জনের
লকডাউন উঠলেই মাধ্যমিকের ফল প্রকাশ জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | বঙ্গ প্রতিদিন
এই মুহূর্তে দেশের রেড জোনের জেলার সংখ্যা অনেকটা কমে গিয়েছে। এপ্রিলের ২২ তারিখে রেড জোনে ছিল দেশের ১৭০টি জেলা। এখন দেশে.রেড জোনের জেলার সংখ্যা ১২৯টি। অন্যদিকে গ্রিন জোনের জেলার সংখ্যাও কমেছে। ৩২৫ থেকে কমে হয়েছে ৩০৭। অর্থাৎ রেড জোন থেকে বেশ কিছু জেলার অরেঞ্জ জোনে উত্তরণ যেমন হয়েছে তেমন গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে নেমে এসেছে বেশ কয়েকটি জেলা। যার ফলে অরেঞ্জ জোনের জেলার সংখ্যা ২০৭ থেকে লাফিয়ে বেড়ে হয়েছে ২৯৭টি।
দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ ৩ মে শেষ হওয়ার পর থেকে বহু জেলায় অনেক ক্ষেত্রেই লকডাউনের নিয়ম শিথিল করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন। কোন কোন জেলায় বা কতগুলি জেলায় এই শিথিলতা জারি করা হবে, তা অবশ্য বলা হয়নি। তবে পর্যবেক্ষকদের মতে, মূলত গ্রিন জোন অর্থাৎ যে সব জেলায় করোনাভাইরাসের সংক্রমণ নেই, সেগুলিতেই এই ছাড় মিলবে।
0 Response to "সেরে উঠেছেন আট হাজারের বেশি,দেশে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১৭১৮ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment