মোদী : ইস্টার মানুষকে সফলভাবে Covid-19 থেকে মুক্তির শক্তি দিক | বঙ্গ প্রতিদিন
Sunday, April 12, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের উদ্দেশ্যে ইস্টারের শুভেচ্ছা পাঠিয়েছেন এবং তিনি প্রার্থনা করেছেন এইদিনটি যেন সফলভাবে Covid-19 থেকে মুক্তি পাওয়ার শক্তি জোগায়।
প্রধানমন্ত্রী ট্যুইটারে লিখেছেন, “সকলকে ইস্টারের বিশেষ এই মুহূর্তে শুভেচ্ছাবার্তা দিয়েছেন। আমরা ভগবান যিশুখ্রিস্টের ভাবনা এবং গরীব এবং যাদের প্রয়োজন তাঁদের প্রতি তাঁর ন্যায়পরায়নতার কথা স্মরণ করছি”।
এক নতুন এবং সুন্দর অ সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে যাতে করোনা ভাইরাসের থাবা কাটিয়ে ওঠা যায় সেই শক্তি যেন ইস্টার থেকে পাওয়া যায়।
ভগবান যীশুখ্রিস্টকে স্মরণ করে সকলকে গুড ফ্রাইডের শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করিয়েছেন অন্যের জন্য ভগবান যীশুখ্রিস্টের ত্যাগের কথা।
নিজের ট্যুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছিলেন, “ভগবান যীশুখ্রিস্ট অন্যদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর সাহস, ন্যায়পরায়ণতা যেমন উল্লেখযোগ্য তেমনই তাঁর ন্যায়বিচার”। ভগবান যীশুখ্রিস্টের সত্য এবং ন্যায়ের প্রতি দৃঢ় অঙ্গীকার সকলের মনে রাখা উচিত বলেই জানিয়েছেন মোদী।
খ্রিস্টের ক্রুশের উপরে মানুষের পাপের জন্য যে যন্ত্রণা সহ্য হয়েছিল, সেই দেশগুলির খ্রিস্টানরা সেই দিনটি পালন করে। এই বছর, দেশব্যাপী লকডাউনের মধ্যে লোকেরা ঘরে বসে এবং গির্জার কাছে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যা কোনও ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করে।
পশ্চিম ইউরোপের চার্চগুলি এখন এই দিনটি ঠিক করে গ্রেগরিয়ান ক্যালেন্ডার মেনে। অন্যদিকে পূর্ব ইউরোপের একটা অংশে জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হয়। দিনটা আলাদা হলেও এই পরবের নিয়ম-কানুন একই থাকে বিশ্বজুড়ে। তবে করোনার থাবার ইস্টার থেকে গুড ফ্রাইডে। সবেতেই ঘরবন্দি মানুষ।
লকডাউন তোলা হবে না। ইঙ্গিত স্পষ্ট, ঘোষণাই যা বাকি। এরই মধ্যে দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৩৪ জনের। আক্রান্ত ৮০০০ এর বেশি। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট মৃত্যু হয়েছে ২৭৩ জনের। আক্রান্তের সংখ্যা ৮,৩৫৬। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৯০৯ জন।
0 Response to "মোদী : ইস্টার মানুষকে সফলভাবে Covid-19 থেকে মুক্তির শক্তি দিক | বঙ্গ প্রতিদিন"
Post a Comment