-->
এই প্রথম ‘পয়লা বৈশাখে  মা কালীর কাছে যাব না’, মমতার গলায় আক্ষেপ | বঙ্গ প্রতিদিন

এই প্রথম ‘পয়লা বৈশাখে মা কালীর কাছে যাব না’, মমতার গলায় আক্ষেপ | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:-প্রতি বছর নববর্ষের আগের রাতে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার লকডাউনের জেরে তাঁর সেই চিরাচরিত রেওয়াজে ছেদ পড়লো। শনিবার নবান্নে তা নিয়ে রীতিমত আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।
১ বৈশাখ বাঙালির নববর্ষ। ওইদিন হালখাতা, মন্দিরে পুজো দিয়ে বছর শুরুর দিন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন বছরটা শুরু হয় কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে। নববর্ষের আগের রাতেই পুজো সেরে ফেলেন তিনি। কিন্তু এই প্রথম কালীঘাটে পুজো দিতে যাবেন না তিনিও। শনিবার রুটিন বৈঠকের পর সেই আক্ষেপই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, “প্রতি বছর মা কালীর কাছে যাই। এবার আর তা হবে না। আমি মা কালীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সব ঠিক হয়ে গেলে মা কালীর কাছে যাব।” এর পরই রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, “সবাইকে বাড়িতে থাকতে বলছি। আর নিজে কী করে যাই। তাই সবাইকে বলছি, এবার সকলে বাড়ি বসেই নববর্ষ পালন করুন। বাড়িতে বসেই মনে মনে প্রার্থনা করুন। কালী পুজো, লক্ষ্মী পুজো– যাঁর যা পুজো করার বাড়ি বসেই করুন।”
প্রথম দফায় লকডাউনের মেয়াদ আগামী ১৪ এপ্রিল শেষ হলেও, শনিবার আরও দু’সপ্তাহ অর্থাৎ ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এদিন নবান্নে মমতা বলেন, “প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা দয়া করে ঘরে থাকুন। নিয়ম মেনে চলুন।”

0 Response to "এই প্রথম ‘পয়লা বৈশাখে মা কালীর কাছে যাব না’, মমতার গলায় আক্ষেপ | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads