লকডাউনে পুলিশের লাঠিতে যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ার সাঁকরাইলে, প্রশাসন বলল ‘হৃদরোগ’ | বঙ্গ প্রতিদিন
Thursday, March 26, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- লকডাউনে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। বুধবার সন্ধেবেলা ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বাণীপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী (৩২)। যদিও লাঠিচার্জের কথা অস্বীকার করেছে পুলিশ। প্রশাসনের পাল্টা দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের।
মৃতের স্ত্রীর অভিযোগ, তাঁর স্বামী দুধ আনতে বেরিয়েছিলেন। তখনই জটলার মধ্যে লাঠিচার্জ করছিল পুলিশ। তার মধ্যেই পড়ে যান তিনি। এরপর ওই যুবককে স্থানীয়রা নিয়ে যান হাজি এসটি মল্লিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
যদিও হাওড়ার ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেছেন, “ওই ব্যক্তি অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।” লাঠিচার্জের কথাও অস্বীকার করেছেন এই আইপিএস।
রাস্তায় জটলা দেখলেই জেলায় জেলায় পুলিশি অভিযান অব্যাহত। কোথাও কানধরে ওঠ-বোস করানো তো কোথাও লাঠি উঁচিয়ে পুলিশের তেড়ে যাওয়ার ছবি উঠে এসেছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র। কলকাতাতেও দু’হাজারের বেশি গ্রেফতারের ঘটনা ঘটেছে। এবার পুলিশের মারে মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়।
0 Response to "লকডাউনে পুলিশের লাঠিতে যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ার সাঁকরাইলে, প্রশাসন বলল ‘হৃদরোগ’ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment