-->
করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় আমেরিকাও, ইতালিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭১২ জনের।  | বঙ্গ প্রতিদিন

করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় আমেরিকাও, ইতালিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭১২ জনের। | বঙ্গ প্রতিদিন




বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- বেজিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী চিনে করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ব্যাপারটা প্রায় থমকে গিয়েছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৬৭ জনের শরীরে সংক্রমণ ছড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।কিন্তু আমেরিকা? ইতালি! এই দুই দেশের করোনাভাইরাসের সংক্রমণ ও তার অভিঘাত এখন অভিশাপের মতোই যেন নেমে এসেছে। এতোটাই যে আমেরিকায় ও ইতালিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা চিনকে টপকে যাওয়ার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।বৃহস্পতিবার পর্যন্ত চিনে মোট ৮১,২৮৫ জন সংক্রামিত হয়েছে। আর ইতালিতে সংক্রামিতের সংখ্যা পৌঁছে দাঁড়িয়েছে ৮০,৫৮৯। গত চব্বিশ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৭১২ জনের।

একই অবস্থা আমেরিকারও। গত চব্বিশ ঘন্টায় আমেরিকায় প্রায় দশ হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পজিটিভ পাওয়া গিয়েছে। ফলে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮,১৩৯। আরও ৯২ জনের মৃত্যু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশে।
১৪৩ কোটি জনসংখ্যার দেশ চিন। সেই তুলনায় ইতালির জনসংখ্যা অনেক কম। মাত্র ৬ কোটি। কিন্তু ইতালিতে করোনাভাইরাসের সংক্রমণে চিনের দ্বিগুণের বেশি মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। বৃহস্পতিবার মধ্যরাতে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে মোট ৮২১৫ জনের।

0 Response to "করোনা সংক্রমণে চিনকে ছাপিয়ে যাওয়ার দোরগোড়ায় আমেরিকাও, ইতালিতে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৭১২ জনের। | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads