-->
করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এবারে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ হেল্পলাইন চালু করল | বঙ্গ প্রতিদিন

করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এবারে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ হেল্পলাইন চালু করল | বঙ্গ প্রতিদিন

বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গোটা দেশের বিমানবন্দরগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। বিভিন্ন বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ক্যাম্প চালু করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের মতো রাজ্যগুলির সীমানাতেও স্বাস্থ্য পরীক্ষা শিবির চালু করা হয়েছে। কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র এবং রাজ্য। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। সতর্ক রেলও।
করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এবারে উত্তর পূর্ব  সীমান্ত রেল কর্তৃপক্ষ হেল্পলাইন চালু করল। তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে আটটি স্টেশন সংলগ্ন রেল হাসপাতালে হেল্পলাইন চালু হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, এর মধ্যে রয়েছে মালিগাঁও সেন্ট্রাল হাসপাতাল, নিউ বঙ্গাইগাঁও হাসপাতাল, আলিপুরদুয়ার হাসপাতাল, নিউ জলপাইগুড়ি হাসপাতাল, লামডিং হাসপাতাল, কাটিহার হাসপাতাল, ডিব্রুগড় হাসপাতাল এবং নিউ তিনসুকিয়া হাসপাতাল। সন্দেহভাজন কোনও রোগী এলে প্রতিটি হাসপাতালে দু' জন করে চিকিৎসক থাকছেন। থাকছেন নার্সিং স্টাফও। চিকিৎসকদের মোবাইল নম্বরও উল্লেখ থাকছে রেলের নির্দেশিকায়। এছাড়াও ল্যান্ড লাইন নম্বরও রেলের হাসপাতালগুলিতে থাকছে।
হেল্পলাইন নম্বরগুলি হলো মালিগাঁও- 25055, 23752, নিউ বঙ্গাইগাঁও- 03664231762, আলিপুরদুয়ার- 9002052515, নিউ জলপাইগুড়ি- 03532690980, কাটিহার- 9002041522, ডিব্রুগড়- 03732301943, নিউ তিনসুকিয়া- 9957555500। প্রয়োজনে প্রতিটি রেলের হাসপাতালে করোনার চিকিৎসায় দায়িত্বে থাকা দু'জন করে চিকিৎসকের নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন রেল যাত্রীরা। বিভিন্ন স্টেশনে চিকিৎসকদের নম্বর দেওয়া থাকবে। যাত্রা পথে কেউ অসুস্থ বোধ করলে সরাসরি কাছাকাছি রেলের হাসপাতালে চিকিৎসার জন্যে যেতে পারবেন।
এ ছাড়া করোনা প্রতিরোধে কী করা উচিত আর কী উচিত নয় তা বিশদে লিখে বিভিন্ন স্টেশনে নির্দেশিকা আকারে থাকবে। হিন্দি, বাংলা এবং ইংরেজি এই তিন ভাষায় নির্দেশিকার পোস্টার করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সতর্কতামূলক সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

0 Response to "করোনা ভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এবারে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ হেল্পলাইন চালু করল | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads