বড় ঘোষণা যোগীর, ২১দিন অত্যাবশ্যকীয় পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার | বঙ্গ প্রতিদিন
Wednesday, March 25, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙতে মঙ্গলবার মধ্যরাত থেকে ২১দিন সারা দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, কাউকে বাড়ি থেকে বেরিয়ে কিচ্ছু কিনতে যেতে হবে না। অত্যাবশ্যকীয় পণ্য মানুষের বাড়ি পৌঁছে দেবে সরকার।
যোগী জানিয়েছেন, “দুধ, ওষুধ, ফলের মমতো অত্যাবশ্যকীয় পণ্য পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে। সুতরাং কারও আতঙ্কিত হয়ে বাইরে কোনও জিনিস কিনতে যাওয়ার দরকার নেই। সরকার সমস্ত জিনিস বাড়ি বাড়ি পৌঁছে দেবে।”
সংবাদ সংস্থা এএনআইকে যোগী বলেছেন, “এই ২১দিন সমাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার জন্য সরকার যা করার করবে।” উত্তরপ্রদেশের জনসংখ্যা প্রায় ২৩ কোটি। রাজ্যবাসীর উদ্দেশে যোগী জানিয়েছেন, ১০ হাজার গাড়ির ব্যবস্থা করেছে তাঁর সরকার। সেই গাড়িগুলি করেই মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে অত্যাবশ্যকীয় পণ্য।” তাঁর কথায়, “সামাজিক”সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন একমাত্র কাজ। নাহলে বড় বিপদের মুখে পড়তে হবে।”
জাতির উদ্দেশে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “এই ২১ দিন বাইরেটা কী জিনিস সেটা ভুলে যান। যাই হয়ে যাক ঘরে থাকুন।” জনতা কার্ফুর থেকে এই কার্ফু যে আরও কঠিন তাও উল্লেখ করেন মোদী। মোদী দেশব্যাপী লকডাউন ঘোষণা করার আগেই। যোগী সারা উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন। এর আগে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছিলেন যোগী। এবার ঘোষণা করলেন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছবে বাড়ি বাড়ি।
0 Response to "বড় ঘোষণা যোগীর, ২১দিন অত্যাবশ্যকীয় পণ্য বাড়ি বাড়ি পৌঁছে দেবে সরকার | বঙ্গ প্রতিদিন"
Post a Comment