কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১১ | বঙ্গ প্রতিদিন
Wednesday, March 25, 2020
Comment
বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- আমেরিকা ও তালিবানদের মধ্যে গত ২৯ ফেব্রুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর থেকেই বিক্ষিপ্তভাবে জঙ্গি হামলা হচ্ছে আফগানিস্তানের বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগেই জাবুল প্রদেশের একটি সেনাঘাঁটিতে হামলা চালিয়ে ২৭ জনকে হত্যা করে তালিবানরা। সেই ঘটনার জের কাটতে না কাটতেই বুধবার কাবুলের ওল্ড সিটি এলাকায় অবস্থিত একটি গুরুদ্বারে(Gudwara) হামলা চালাল জঙ্গিরা। এর ফলে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি ওখানে প্রার্থনার জন্য জড়ো হওয়া প্রায় ১৫০ জনকে পণবন্দি করে রাখা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। বিষয়টিকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছ, বুধবার সকালে কাবুলের ওল্ড সিটি এলাকার একটি গুরুদ্বারে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন শিখ সম্প্রদায়ের মানুষরা। প্রার্থনা চলাকালীন আচমকা সেখানে হামলা চালায় অজ্ঞত পরিচয়ের কয়েকজন বন্দুকবাজ। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পণবন্দি অবস্থায় ওই গুরুদ্বারের ভিতরে আটকে আছেন আরও অনেকে। খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলেছেন নিরাপত্তারক্ষীরা। কয়েকজনকে বাইরে বের করে আনাও সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে এই ঘটনার জন্য তালিবানদের দায়ী করার হলেও তাদের তরফে এই অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।
এপ্রসঙ্গে আফগানিস্তানের এক শিখ সাংসদ নারিন্দ্র সিং খালসা বলেন, ‘আজ সকালে আচমকা ওই গুরুদ্বারে আটকে পড়া এক ব্যক্তি আমাকে ফোন করে এই ঘটনার খবর দেন। তারপরই ঘটনাস্থলে যাই। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। আর অনেকে আটকে রয়েছেন ওখানে। বন্দুকবাজদের খতম করার চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা।’
0 Response to "কাবুলের গুরুদ্বারে বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে ১১ | বঙ্গ প্রতিদিন"
Post a Comment