-->
লাভপুরে দাঁড়ান মনিরুল, কুকুরের মতো তাড়াব, ভরা সভায় হুঁশিয়ারি অনুব্রতের | বঙ্গ প্রতিদিন

লাভপুরে দাঁড়ান মনিরুল, কুকুরের মতো তাড়াব, ভরা সভায় হুঁশিয়ারি অনুব্রতের | বঙ্গ প্রতিদিন



বঙ্গ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:- ভরা সভায় দলীয় এক কর্মী বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উদ্দেশে প্রশ্ন করেন, ‘মনিরুল ইসলাম যদি লাভপুরে বিজেপি’র হয়ে দাঁড়ান?’ এই প্রশ্ন শেষ হওয়ার আগে কার্যত তেলেবেগুনে জ্বলে ওঠেন অনুব্রত। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, ‘ভাল হয়। ও এখানে দাঁড়ালে খুব ভাল হয়৷ আমি তো চাই ও এখানে দাঁড়াক। সাহায্য লাগলে করব৷ কুকুরের মতো তাড়াব৷ এরপর কোনও তৃণমূল কর্মী আক্রান্ত হলে দেখব, সে পালিয়ে যাবে, কিন্তু বাড়িটা তো থাকবে৷ সকালে দেখবে বাড়িটা মাঠ হয়ে গেছে। এই এলাকার মানুষ তো ছেড়ে দেবে না।’
প্রসঙ্গত, তৃণমূল কর্মী সুফল বাগদি খুনের প্রতিবাদে বুধবার লাভপুরের বাঘা গ্রামে গ্রামে একটি সভা করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূল থেকে জিতে পরে বিজেপিতে নাম লেখানো বিধায়ক মনিরুল ইসলামের উদ্দেশে তোপ দাগেন অনুব্রত। তিনি বলেন, ‘ভাল কর্মী থাকলে বিজেপি ভয় পাচ্ছে। এক মাথামোটা, ডাস্টবিন থেকে তুলে এনে তাঁকে এমএলএ করেছিলাম। ডাস্টবিনে জানেন তো? অনেক ময়লা পড়ে থাকে। সেই ময়লাটা পুকুরে ধুয়ে এমএলএ করেছিলাম।’ এরপর তিনি বলেন, লাভপুরে তৃণমূলের হয়ে যেই দাঁড়ান না কেন, ৬০ হাজার ভোটে জিতব। এখানে উন্নয়ন করেছি, তাই মানুষের ভোট চাওয়ার অধিকার আমাদের আছে।
বিধানসভা ভোটের আগে লাভপুর নিয়ে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। কারণ, এই এলাকা মনিরুলের খাসতালুক হিসেবে পরিচিত। ২০১০ সালে এখানে খুন হন সিপিএম সমর্থক তিন ভাই। ২০১৪ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই চার্জশিট থেকে মনিরুল ইসলামের নাম বাদ দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার। তিনমাসের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের সেই নির্দেশের পর ২০১৯ সালের ১৬ নভেম্বর পুনরায় তদন্ত শুরু করে জেলা পুলিশ। মনিরুল ইসলাম-সহ ২৩ জনের বিরুদ্ধে পেশ করা হয় চার্জশিট। এখন নিজের শিবির বদল করে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন মনিরুল। যদিও বিজেপিতে কোনও গুরুত্ব তিনি তেমন পাচ্ছেন না। দলের পুরনো অনেক কর্মী মনিরুলকে বিজেপিতে মানতে পারছেন না

0 Response to "লাভপুরে দাঁড়ান মনিরুল, কুকুরের মতো তাড়াব, ভরা সভায় হুঁশিয়ারি অনুব্রতের | বঙ্গ প্রতিদিন"

Post a Comment

Article Top Ads

Central Ads Article 1

Middle Ads Article 2

Article Bottom Ads